ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের মঠবাড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত পলিথিনে না দিলে ‘কিসে দিমু’ কুমিল্লায় র‌্যাব ১১ সিপিসি২ এর অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোয়াইনঘাটে কিন্ডারগার্টেন শিক্ষকদের দু’দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা কমিটি গঠন। হাড়িয়ে যাওয়া পিতাকে ফিরে পেতে সন্তানের আকুতি নাটোরে দুর্গাপূজার মণ্ডপ নেতৃবৃন্দের সঙ্গে পৌর প্রশাসকের মতবিনিময় ট্রপিকাল হোমস লিমিটেডের ডিএমডি নুরুল হুদা শাহীনগংদের বিরুদ্ধে পুলিশ কমিশনার সহ ৪ দপ্তরে অভিযোগ ‘পোশাক কারখানার পরিস্থিতি এখন স্বাভাবিক’

যৌতুকের টাকা না দেয়ায় বোরহানউদ্দিনে অন্ত:সত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

যৌতুকের টাকা না দেয়ায় বেলাল মাঝি কর্তৃক ৩ মাসের অন্ত: সত্বা স্ত্রী জান্নাত বেগম (২০) কে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বেলাল মাঝি বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩নং ওয়ার্ডের মৃত মনা মাঝির ছেলে।

অসুস্থ জান্নাত বেগম অভিযোগ করে বলেন, গত এক বছর পূর্বে তার সাথে আমার প্রেমের সম্পর্কে বিয়ে হয়, কিছু দিন সংসার ভালো কাটলেও দিন যতো যাচ্ছে তার পরিবার যৌতুকের বিষয় নিয়ে আমার উপর নির্যাতন চালায়,এলাকায় স্হানীয় ভাবে মিমাংসা করে দিলেও কিছু দিন ভালো থাকলেও আবার যৌতুকের টাকা দাবী করে আমার উপর নির্যাতন চালায় পরে আমি নির্যাতন সহ্য করতে না ফেরে আমার বাবার বাড়ীতে চলে যাই।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ আসর বাদ আমার স্বামী বেলাল মাঝি আমাদের বাড়ীতে এসে আর আমাকে মারবেনা, এমন কথা বুজিয়ে শুনিয়ে তাদের বাড়ীতে নিয়ে আসে, ঘরে না উঠতেই আমার ননদ রিংকু, ফাহিমা বেগম ও শ্বাশুড়ি রেহানা বেগম বলে, কি কথার ওপরে জান্নাতকে আমাদের বাড়ীতে এনেছে, প্রতিত্তোরে আমি বললাম আপনার ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে, সেই সময় তো কোন দাবী- দাওয়া ছিলোনা, আর আমাদের এতো টাকা পয়সা নেই, যে চাইলেই দিতে পারবো, আমার বাবা বেঁচে নেই, তাদের চলতে ফিরতেই টানাটানি, সেই সময় আপনার ভাই যৌতুকের কথা তো বলে নাই, দিতে পারলে বিয়ে বসতাম। এমন কথা বললেই আমার ননদ, শ্বাশুড়ি ও স্বামী বেলাল এলোপাতাড়ি কিল-ঘুষি আমার চুল ধরে টানাহেঁচড়া করলে আমি মাটিতে পরে যাই। আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা, এরপরও তারা আমাকে শরীরের বিভিন্ন জায়গায় কিল-ঘুষি মারতে থাকে। পরে আমি অজ্ঞান হয়ে পরলে, আমার মা তাদের বাড়ীতে এসে আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

জান্নাত বেগম এর মা জানান- ৩ মাসের অন্ত:সত্বা আমার মেয়ে,তারা কিছু থেকে কিছু হলেই সবাই মিলে অমানবিক নির্যাতন করে থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত বেলাল মাঝি জানান – জান্নাতের সাথে আমার সম্পর্কের মধ্যে দিয়ে বিয়ে হয়, সে আমাদের ঘরে আসার পর থেকে সংসারের কাজকর্ম ঠিক মতো করেনা, কিছু বললে মুখে মুখে তর্ক করে। তার সাথে ঝগড়া এই নিয়েই, যৌতুকের বিষয়টি মিথ্যা।

বোরহানউদ্দিন থানার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

যৌতুকের টাকা না দেয়ায় বোরহানউদ্দিনে অন্ত:সত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৫:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

যৌতুকের টাকা না দেয়ায় বেলাল মাঝি কর্তৃক ৩ মাসের অন্ত: সত্বা স্ত্রী জান্নাত বেগম (২০) কে এলোপাতাড়ি মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জান্নাত বেগম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বেলাল মাঝি বোরহানউদ্দিন উপজেলার টবগী ৩নং ওয়ার্ডের মৃত মনা মাঝির ছেলে।

অসুস্থ জান্নাত বেগম অভিযোগ করে বলেন, গত এক বছর পূর্বে তার সাথে আমার প্রেমের সম্পর্কে বিয়ে হয়, কিছু দিন সংসার ভালো কাটলেও দিন যতো যাচ্ছে তার পরিবার যৌতুকের বিষয় নিয়ে আমার উপর নির্যাতন চালায়,এলাকায় স্হানীয় ভাবে মিমাংসা করে দিলেও কিছু দিন ভালো থাকলেও আবার যৌতুকের টাকা দাবী করে আমার উপর নির্যাতন চালায় পরে আমি নির্যাতন সহ্য করতে না ফেরে আমার বাবার বাড়ীতে চলে যাই।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ আসর বাদ আমার স্বামী বেলাল মাঝি আমাদের বাড়ীতে এসে আর আমাকে মারবেনা, এমন কথা বুজিয়ে শুনিয়ে তাদের বাড়ীতে নিয়ে আসে, ঘরে না উঠতেই আমার ননদ রিংকু, ফাহিমা বেগম ও শ্বাশুড়ি রেহানা বেগম বলে, কি কথার ওপরে জান্নাতকে আমাদের বাড়ীতে এনেছে, প্রতিত্তোরে আমি বললাম আপনার ছেলের সাথে আমার সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে, সেই সময় তো কোন দাবী- দাওয়া ছিলোনা, আর আমাদের এতো টাকা পয়সা নেই, যে চাইলেই দিতে পারবো, আমার বাবা বেঁচে নেই, তাদের চলতে ফিরতেই টানাটানি, সেই সময় আপনার ভাই যৌতুকের কথা তো বলে নাই, দিতে পারলে বিয়ে বসতাম। এমন কথা বললেই আমার ননদ, শ্বাশুড়ি ও স্বামী বেলাল এলোপাতাড়ি কিল-ঘুষি আমার চুল ধরে টানাহেঁচড়া করলে আমি মাটিতে পরে যাই। আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা, এরপরও তারা আমাকে শরীরের বিভিন্ন জায়গায় কিল-ঘুষি মারতে থাকে। পরে আমি অজ্ঞান হয়ে পরলে, আমার মা তাদের বাড়ীতে এসে আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

জান্নাত বেগম এর মা জানান- ৩ মাসের অন্ত:সত্বা আমার মেয়ে,তারা কিছু থেকে কিছু হলেই সবাই মিলে অমানবিক নির্যাতন করে থাকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত বেলাল মাঝি জানান – জান্নাতের সাথে আমার সম্পর্কের মধ্যে দিয়ে বিয়ে হয়, সে আমাদের ঘরে আসার পর থেকে সংসারের কাজকর্ম ঠিক মতো করেনা, কিছু বললে মুখে মুখে তর্ক করে। তার সাথে ঝগড়া এই নিয়েই, যৌতুকের বিষয়টি মিথ্যা।

বোরহানউদ্দিন থানার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।