ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মির্জাপুরে স্থায়ী শ্মশান চাইয়া মানববন্ধন

টাঙ্গাইল মির্জাপুরে ৭ নং উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্রামে স্থায়ী শ্মশান চাহিয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ১০ ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৪:০০ ঘটিকার সময় এই মানববন্ধন শুরু হয় । আর এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭ নং উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুব আলম মল্লিক,( হুরমহল)।

টাঙ্গাইল জেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব আব্দুল মোমেন, ইউপি সদস্য জনাব তামিম খান কুয়েত ।*গাহি সাম্যের গান * কবির অনুভূতির সাথে মিল রেখে আজ সবাই এক কাতারে দাঁড়িয়ে ছিলেন সাম্যের গান গাইতে। আজ হিন্দু মুনি ঋষি সম্প্রদায় সবার একটাই দাবি ছিল *একটি শ্মশান চাই*।

বরটিয়া গ্রামের মুনি ঋষি সম্প্রদায়, এরা খুবই সহজ সরল, দরিদ্র। অনেক কষ্টে দিন কাটে এদের।জীবনটা তবুও পার হয় কোনোমতে। কিন্তু মৃত্যু, কারো জন্য থেমে থাকে না। নিচু এলাকা হওয়াতে বর্ষায় কারো মৃত্যু হলে তার সৎকার করার কোন উপায় থাকে না এদের। একদিকে প্রিয়জনের বিয়োগ ব্যাথা, অন্যদিকে তাহার শেষকৃত্য সম্পাদন করতে না পারার যন্ত্রণায় মর্মাহত হয় এই গ্রামের মুনি ঋষি সম্প্রদায়। শোনা গেছে বর্ষায় কারো মৃত্যু হলে তাকে ঘরের ভিতর শৎকার  দিতে হয়, অথবা বানের জলে ভাসিয়ে দিতে হয়।

এটা যে কত মর্মান্তিক, তা কেবলমাত্র ভুক্তভোগী পরিবারের সদস্যরাই বলতে পারে। মির্জাপুরের গণমানুষের নেতা,জনাব খান আহমেদ শুভ এমপি মহোদয়ের কাছে একটি স্থায়ী শ্মশানের সুব্যবস্থা করে দেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে স্থায়ী শ্মশান চাইয়া মানববন্ধন

আপডেট সময় ১০:৫৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

টাঙ্গাইল মির্জাপুরে ৭ নং উয়ার্শী ইউনিয়নের বরটিয়া গ্রামে স্থায়ী শ্মশান চাহিয়া মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ ১০ ই জুন ২০২৩ খ্রিস্টাব্দ বিকেল ৪:০০ ঘটিকার সময় এই মানববন্ধন শুরু হয় । আর এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ৭ নং উয়ার্শী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহবুব আলম মল্লিক,( হুরমহল)।

টাঙ্গাইল জেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব আব্দুল মোমেন, ইউপি সদস্য জনাব তামিম খান কুয়েত ।*গাহি সাম্যের গান * কবির অনুভূতির সাথে মিল রেখে আজ সবাই এক কাতারে দাঁড়িয়ে ছিলেন সাম্যের গান গাইতে। আজ হিন্দু মুনি ঋষি সম্প্রদায় সবার একটাই দাবি ছিল *একটি শ্মশান চাই*।

বরটিয়া গ্রামের মুনি ঋষি সম্প্রদায়, এরা খুবই সহজ সরল, দরিদ্র। অনেক কষ্টে দিন কাটে এদের।জীবনটা তবুও পার হয় কোনোমতে। কিন্তু মৃত্যু, কারো জন্য থেমে থাকে না। নিচু এলাকা হওয়াতে বর্ষায় কারো মৃত্যু হলে তার সৎকার করার কোন উপায় থাকে না এদের। একদিকে প্রিয়জনের বিয়োগ ব্যাথা, অন্যদিকে তাহার শেষকৃত্য সম্পাদন করতে না পারার যন্ত্রণায় মর্মাহত হয় এই গ্রামের মুনি ঋষি সম্প্রদায়। শোনা গেছে বর্ষায় কারো মৃত্যু হলে তাকে ঘরের ভিতর শৎকার  দিতে হয়, অথবা বানের জলে ভাসিয়ে দিতে হয়।

এটা যে কত মর্মান্তিক, তা কেবলমাত্র ভুক্তভোগী পরিবারের সদস্যরাই বলতে পারে। মির্জাপুরের গণমানুষের নেতা,জনাব খান আহমেদ শুভ এমপি মহোদয়ের কাছে একটি স্থায়ী শ্মশানের সুব্যবস্থা করে দেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।