কুমিল্লার হোমনায় একই রশিতে ঝুলে মা ও ছেলে আত্মহত্যা করেছে। হোমনা পৌর সভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
হোমনা থানা পুলিশ খবর পেয়ে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, ফকির পাড়া এলাকার জজ মিয়ার ছেলে বাবু মিয়ার স্ত্রী সাজিদা আক্তার (২০) ও ছেলে মো. আব্দুল্লাহ (২)।
থানা সূত্রে জানা গেছে, সকালে ফকির বাড়িতে মা ও ছেলের মরদেহ ঝুলতে দেখে পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে রশি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়।
হোমনা থানার এস আই প্রতুল দাস জানান, তাৎক্ষণিক এ মৃত্যুর কোন কারণ জানা যায়নি, তবে তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাত দৃষ্টিতে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সরেজমিনে গেলে আশে পাশের বাড়ির লোকজন জানান, তাদের প্রেমের বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলোহ বিবাদ চলতো। কয়েক বছর বাসা ভাড়া নিয়ে থাকতো। আজ সকালে বাজার করে দিয়ে বাবু দোকানে যায়। বাবুর মা নাতির জন্য দুধ আনতে যায় এবং বাবা কাজে যায়। এ ফাঁকে সে গলায় ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এ দিকে নিহত সানজিদার পিতা মো. রনি মিয়া দাবী করেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।