ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচিবের ভাগিনা পরিচয়ে নাজমুলের দাপট, ভুয়া মামলার ভয়ে প্রকৌশলীরা গার্ড থেকে উচ্চমান সহকারীর কোটি টাকার জালিয়াতি, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত এনামুল রাজউকের চিঠির জবাবে ইউনাইটেড গড়িমসি, মোটা অঙ্কের জরিমানার সিদ্ধান্ত রাজউকের (তৃতীয় পর্ব) অবৈধ ভবন ভাঙার নোটিশের জবাব দেয়নি ইউনাইটেড, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (দ্বিতীয় পর্ব) ওমর আলীর জায়গায় ইউনাইটেডের ময়লা পানি, চলার রাস্তায় দীর্ঘ সাঁকো (প্রথম পর্ব) আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর: উপদেষ্টা নাহিদ ঐতিহাসিক সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিনের নিন্দা গণঅধিকার পরিষদের রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র: আ স ম রব খালেদা জিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যা আছে

‘ক্রিমসন কাপ’-এ মৌসুমী

প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আপাতত নতুন কোনো সিনেমার কাজ করছেন না। তবে তিনি জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা বার্তা চলছে। আপাতত প্রচণ্ড গরম বিধায় তিনি কাজ করার থেকে নিজেকে বিরত রেখেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী বর্তমানে রাজধানীর বুসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন। এই আবাসিক এলাকাতেই বিশ^খ্যাত আমেরিকান চেইনশপ কফিশপ ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার যাত্রা শুরু হয়। বাংলাদেশে ক্রিমসন কাপ’র কর্ণধার প্রয়াত বরেণ্য গীতিকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তারই নিমন্ত্রণে বসুন্ধরা’ শাখাতে গেলো ৭ জুন বিকেলে উপস্থিত হয়েছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে গিয়ে তিনি বেশকিছু সময় নিজের মতো করে কাটান এবং কফিও পান করেন।

প্রিয়দর্শিনী মৌসুৃমী বলেন,‘ ক্রিমসন কাপ-এ গিয়ে আমার সত্যিই ভীষণ ভালোলেগেছে। আমার এই ভালোলাগাটা উপল যে অনুভ করতে পেরেছে সেটা আমি তারমধ্যে উচ্ছাস দেখেই বুঝতে পেরেছি। উপল বেশ সুনামের সেঙ্গ ক্রিমসন কাপ পরিচালনা করছে। যে কারণে এটি বাংলাদেশেও একটিপ ভালো অবস্থানে চলে এসেছে। সবার মুখে মুখে বিশেষত তরুণদের মুখে মুখে ক্রিমসন কাপ’র কথা শোনা যায়। আমি একজন বোন হিসেবে সত্যিই উপলকে নিয়ে গববোধ করি। এটা সত্যিই যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সুন্দর পরিবেশে বসার জন্য ক্রিমসন কাপ যথাযথ।’ উপল বলেন, ‘ মৌসুমী আপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে তিনি ক্রিমসন কাপে এসেছেন এবং অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন, পাশাপাশি আমার ক্রিমসন কাপের সুনাম করেছেন। আমি যেন এই সুনামের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেকেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে ‘ক্রিমসন কাপ’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবের ভাগিনা পরিচয়ে নাজমুলের দাপট, ভুয়া মামলার ভয়ে প্রকৌশলীরা

‘ক্রিমসন কাপ’-এ মৌসুমী

আপডেট সময় ১১:৩৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

প্রিয়দর্শিনী মৌসুমী অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আপাতত নতুন কোনো সিনেমার কাজ করছেন না। তবে তিনি জানান, এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করার ব্যাপারে কথা বার্তা চলছে। আপাতত প্রচণ্ড গরম বিধায় তিনি কাজ করার থেকে নিজেকে বিরত রেখেছেন। প্রিয়দর্শিনী মৌসুমী বর্তমানে রাজধানীর বুসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন। এই আবাসিক এলাকাতেই বিশ^খ্যাত আমেরিকান চেইনশপ কফিশপ ‘ক্রিমসন কাপ’র নতুন শাখার যাত্রা শুরু হয়। বাংলাদেশে ক্রিমসন কাপ’র কর্ণধার প্রয়াত বরেণ্য গীতিকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপল। তারই নিমন্ত্রণে বসুন্ধরা’ শাখাতে গেলো ৭ জুন বিকেলে উপস্থিত হয়েছিলেন প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে গিয়ে তিনি বেশকিছু সময় নিজের মতো করে কাটান এবং কফিও পান করেন।

প্রিয়দর্শিনী মৌসুৃমী বলেন,‘ ক্রিমসন কাপ-এ গিয়ে আমার সত্যিই ভীষণ ভালোলেগেছে। আমার এই ভালোলাগাটা উপল যে অনুভ করতে পেরেছে সেটা আমি তারমধ্যে উচ্ছাস দেখেই বুঝতে পেরেছি। উপল বেশ সুনামের সেঙ্গ ক্রিমসন কাপ পরিচালনা করছে। যে কারণে এটি বাংলাদেশেও একটিপ ভালো অবস্থানে চলে এসেছে। সবার মুখে মুখে বিশেষত তরুণদের মুখে মুখে ক্রিমসন কাপ’র কথা শোনা যায়। আমি একজন বোন হিসেবে সত্যিই উপলকে নিয়ে গববোধ করি। এটা সত্যিই যে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সুন্দর পরিবেশে বসার জন্য ক্রিমসন কাপ যথাযথ।’ উপল বলেন, ‘ মৌসুমী আপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো যে তিনি ক্রিমসন কাপে এসেছেন এবং অনেকটা সময় তিনি এখানে কাটিয়েছেন, পাশাপাশি আমার ক্রিমসন কাপের সুনাম করেছেন। আমি যেন এই সুনামের ধারাবাহিকতা ধরে রাখতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, বাংলাদেশের সংষ্কৃতি অঙ্গনের অনেকেরই প্রিয় জায়গা হয়ে উঠেছে ‘ক্রিমসন কাপ’।