ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রিমিয়াম ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সিবিশন

ঈদ সোক ২০২৩ শিরোনামে আগামী কোরবানী ঈদকে সামনে রেখে সম্প্রতি নগরীর মাইডাস সেন্টারে, ‘সোল সির্স্টাস অফিসিয়াল’ আয়োজন করেছিলেন দুইদিনব্যাপী লাইফ স্টাইল বিষয়ক ফ্যাশন মেলার।

এই মেলার আয়োজনে ছিলেন আস্মিতা হোসাইন ও নাজিয়া খন্দকার। মেলায় দেখা হয় আস্মিতার সাথে, তিনি বলেন-এই মেলা তাদের তৃতীয়তম মেলা। আগে পিছিয়ে পরা পুরুষ মহিলাদের নিয়ে উদ্যোগক্তা হিসেবে কাজ করতেন। এখন নানান ইভেন্ট ও সিজনাল লাইফ স্টাইল, পোষাক প্রদর্শনী ও মেলা করে থাকেন। আগামী ২৭ ও ২৮ জুন ধানমন্ডি সেন্টারে ঈদ মেলার আয়োজন করবেন বলে জানান।

এই এক্সিবিশনে লাইফ স্টাইল বিষয়ক পণ্য, পোষাক, জুয়েলারী, ঘরোয়া খাবার, মৌসুমী ফল, কসমেটিকস পন্যের পসরা বসেছিল। এক্সিবিশনে অংশ নেওয়া মেহ্নাজ ফ্যাশন বিডির কর্ণধার রুখসানা পারভিন খুসবু বলেন, প্রথম দিন মেলায় দর্শক সমাগম খুব কম ছিলো, প্রচন্ড গরমের দিন, বিদ্যুৎ এর সমস্যা বড় সমস্যা ছিল।

২য় দিন ঠিকমত চলেছে, দর্শনার্থীও ছিলো, কিন্ত সেল কম। অন্য স্টল গুলি হলোঃ ল্যা রোসালিয়া, মোনাস্ক, ডেইজী ডো ফ্যাশন ওয়ার্ল্ড, এক্সেসরিজ, হাউল, তৃপ্তি ক্যাটারিং, গ্লামারভিউ, কিয়ানা, পার্ল কালেকশন, ওয়াজিহা, এসএনএস কালেকশন, লাবণ্য প্রভা, এসপি গ্যালারী, স্পার্ক স্টাইলস, ইয়ার্নি ইর্য়াড, সপ এনিটাইমস, পার্ল গ্ল্যামার, হেনা সাপ্লাইয়ার, রংপুর ক্যামিক্যাল লিঃ, লিম্জ, পারফিউম সেন্টার, ন্যাস, রানার ক্লাজেট, সিপিয়া বিডি, ফালাক, মাশহুর, ইমপোর্ট ব্রমচিনা, ভেনেটি ভাইরস, দিনোজ কোয়া, সাজমহল, ওয়ার্টম ইন ট্রেনড, আরকেস কোকিংস স্টুডিও, গ্লামারাস বুটিকস, সপ্তর্সিস কিচেন, বর্ণচক্র, চেক এন বাই, টানুরাশ, লাকী ষ্টার, টাজিব, মেহনাজলি, হারলুক, সিগনোরা পান্নু, ওমেন্স ক্লথিং, রাজা বাই অনিন্দিতা, সাথী বাংলাদেশ, পরিনিতা ফ্যাশন, অমিলিয়াস ওয়ার্ল্ড, নাফিজ, সিক্রেট হাউজ, ইজাফি, ডারউজ, কাকোলি ম্রিমিক্স মেন্যু, মেহনাজ মার্র্ট, তানজিমাস ও টামুস কালেকশন। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিমিয়াম ফ্যাশন এন্ড লাইফ স্টাইল এক্সিবিশন

আপডেট সময় ০৩:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

ঈদ সোক ২০২৩ শিরোনামে আগামী কোরবানী ঈদকে সামনে রেখে সম্প্রতি নগরীর মাইডাস সেন্টারে, ‘সোল সির্স্টাস অফিসিয়াল’ আয়োজন করেছিলেন দুইদিনব্যাপী লাইফ স্টাইল বিষয়ক ফ্যাশন মেলার।

এই মেলার আয়োজনে ছিলেন আস্মিতা হোসাইন ও নাজিয়া খন্দকার। মেলায় দেখা হয় আস্মিতার সাথে, তিনি বলেন-এই মেলা তাদের তৃতীয়তম মেলা। আগে পিছিয়ে পরা পুরুষ মহিলাদের নিয়ে উদ্যোগক্তা হিসেবে কাজ করতেন। এখন নানান ইভেন্ট ও সিজনাল লাইফ স্টাইল, পোষাক প্রদর্শনী ও মেলা করে থাকেন। আগামী ২৭ ও ২৮ জুন ধানমন্ডি সেন্টারে ঈদ মেলার আয়োজন করবেন বলে জানান।

এই এক্সিবিশনে লাইফ স্টাইল বিষয়ক পণ্য, পোষাক, জুয়েলারী, ঘরোয়া খাবার, মৌসুমী ফল, কসমেটিকস পন্যের পসরা বসেছিল। এক্সিবিশনে অংশ নেওয়া মেহ্নাজ ফ্যাশন বিডির কর্ণধার রুখসানা পারভিন খুসবু বলেন, প্রথম দিন মেলায় দর্শক সমাগম খুব কম ছিলো, প্রচন্ড গরমের দিন, বিদ্যুৎ এর সমস্যা বড় সমস্যা ছিল।

২য় দিন ঠিকমত চলেছে, দর্শনার্থীও ছিলো, কিন্ত সেল কম। অন্য স্টল গুলি হলোঃ ল্যা রোসালিয়া, মোনাস্ক, ডেইজী ডো ফ্যাশন ওয়ার্ল্ড, এক্সেসরিজ, হাউল, তৃপ্তি ক্যাটারিং, গ্লামারভিউ, কিয়ানা, পার্ল কালেকশন, ওয়াজিহা, এসএনএস কালেকশন, লাবণ্য প্রভা, এসপি গ্যালারী, স্পার্ক স্টাইলস, ইয়ার্নি ইর্য়াড, সপ এনিটাইমস, পার্ল গ্ল্যামার, হেনা সাপ্লাইয়ার, রংপুর ক্যামিক্যাল লিঃ, লিম্জ, পারফিউম সেন্টার, ন্যাস, রানার ক্লাজেট, সিপিয়া বিডি, ফালাক, মাশহুর, ইমপোর্ট ব্রমচিনা, ভেনেটি ভাইরস, দিনোজ কোয়া, সাজমহল, ওয়ার্টম ইন ট্রেনড, আরকেস কোকিংস স্টুডিও, গ্লামারাস বুটিকস, সপ্তর্সিস কিচেন, বর্ণচক্র, চেক এন বাই, টানুরাশ, লাকী ষ্টার, টাজিব, মেহনাজলি, হারলুক, সিগনোরা পান্নু, ওমেন্স ক্লথিং, রাজা বাই অনিন্দিতা, সাথী বাংলাদেশ, পরিনিতা ফ্যাশন, অমিলিয়াস ওয়ার্ল্ড, নাফিজ, সিক্রেট হাউজ, ইজাফি, ডারউজ, কাকোলি ম্রিমিক্স মেন্যু, মেহনাজ মার্র্ট, তানজিমাস ও টামুস কালেকশন। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।