ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উখিয়া-টেকনাফ সড়কে ভাংচুর হামলা ও লুটপাট: আহত ৩

কক্সবাজারের উখিয়া – টেকনাফ সড়কে ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনার বিবরণে এবং পালংখালী ইউনিয়নের ৩ জন গুরুতর আহত হয়েছে।

ঘটনার বিবরণ এবং পালংখালী ইউনিয়নের ৫ নং নাম্বার ওয়ার্ডের শফিউল্লা কাটা থাইংখালীর মনু মিয়ার স্ত্রী নূর জাহান বেগম জানিয়েছেন, বিগত ২২ মে ২০২৩ তাদের বাড়িতে মিলাদ মাহফিল ছিল। এদিন আত্মীয়-স্বজন মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। মিলাদ মাহফিল অনুষ্ঠিন শেষে ২৩ মে মধ্যে রাতে ভাই শাহ আলমের নোহা গাড়িতে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক দেড়টায় পালংখালীর হাকিমপাড়া চেয়ারম্যান ঘাটা সংলগ্ন উখিয়া – টেকনাফ পাকা সড়কের উপর পৌঁছালে পূর্ব শত্রুতা এবং পরিকল্পনা অনুযায়ী ১৫/২০ জনের একদল অপরাধী এদের আত্মীয়-স্বজন ফোন করে মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে 2৩ শে মে মধ্যরাতে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয় ডাক্তার পালংখালী হাকিম পাড়া চেয়ারম্যান ঘাটা সংলগ্ন উকিয়া পৌঁছালে পূর্বশত্রুতা এবং পরিকল্পিত অমানবিক বিজন অপরাধী লোহার রড,দা,লাঠি ওদেশীয় সশস্ত্র নিয়ে পথ গতিরোধ করে নোহা গাড়ি ভাংচুর চালায়।

গাড়িতে থাকা সকলে চিৎকার শুরু করলে মেয়ের জামাতা রিপনকে হত্যার উদ্দেশ্য মাথাসহ শারীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। তাছাড়া তাদের বেআইনি অস্ত্র দিয়ে,এ সন্ত্রাসী হামলায় মাহমুদুল হক সোহেল ও জোবাইদা বেগম গুরুতর আহত হয়। হামলাকারীরা শুধুমাত্র হামলা করে থেমে যায়নি এসব অপরাধীরা নগত টাকা ও স্বর্নালংকার লুট করে এবং শ্লীলতাহানি করে উল্টো প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষ করে পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

সংগঠিত ভাংচুর, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় অভিযুক্তরা হলো পালংখালীর ০৫ নং ওয়ার্ডের শফিউল্লাহকাটা থাইংখালীর আবদুল গফুর প্রকাশ গফফার এর পুএ মোহাম্মদ আলম,জিয়াবুল হক,সাইফুল ইসলাম, আবদুল গফুর(গফফার), একই ওয়ার্ডের জামতলীর বশির আহমেদের পুএ মোঃ মুন্না,জালাল আহমেদ (জালাইল্লা চোরার) পুএ মো: রাসেল (রাসেল ডাকাত) এবং মো: রুবেল প্রমুখ।

সর্বশেষ খবর জানা যায়, এঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আহতদের অবস্থা আশংকাজনক। শাহ আলম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি জরুরি বিবেচনায় সুষ্ঠু বিচারে ভুক্তভোগী পরিবার প্রয়োজনীয় হস্তক্ষেপ কমানা করছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি’র দুঃসময়ের কর্মীদের মুল্যায়ন করতে হবে : এম এ কাইয়ুম

উখিয়া-টেকনাফ সড়কে ভাংচুর হামলা ও লুটপাট: আহত ৩

আপডেট সময় ০১:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

কক্সবাজারের উখিয়া – টেকনাফ সড়কে ভাঙচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এ ঘটনার বিবরণে এবং পালংখালী ইউনিয়নের ৩ জন গুরুতর আহত হয়েছে।

ঘটনার বিবরণ এবং পালংখালী ইউনিয়নের ৫ নং নাম্বার ওয়ার্ডের শফিউল্লা কাটা থাইংখালীর মনু মিয়ার স্ত্রী নূর জাহান বেগম জানিয়েছেন, বিগত ২২ মে ২০২৩ তাদের বাড়িতে মিলাদ মাহফিল ছিল। এদিন আত্মীয়-স্বজন মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। মিলাদ মাহফিল অনুষ্ঠিন শেষে ২৩ মে মধ্যে রাতে ভাই শাহ আলমের নোহা গাড়িতে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়। রাত আনুমানিক দেড়টায় পালংখালীর হাকিমপাড়া চেয়ারম্যান ঘাটা সংলগ্ন উখিয়া – টেকনাফ পাকা সড়কের উপর পৌঁছালে পূর্ব শত্রুতা এবং পরিকল্পনা অনুযায়ী ১৫/২০ জনের একদল অপরাধী এদের আত্মীয়-স্বজন ফোন করে মিলাদ মাহফিল অনুষ্ঠানের শেষে 2৩ শে মে মধ্যরাতে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয় ডাক্তার পালংখালী হাকিম পাড়া চেয়ারম্যান ঘাটা সংলগ্ন উকিয়া পৌঁছালে পূর্বশত্রুতা এবং পরিকল্পিত অমানবিক বিজন অপরাধী লোহার রড,দা,লাঠি ওদেশীয় সশস্ত্র নিয়ে পথ গতিরোধ করে নোহা গাড়ি ভাংচুর চালায়।

গাড়িতে থাকা সকলে চিৎকার শুরু করলে মেয়ের জামাতা রিপনকে হত্যার উদ্দেশ্য মাথাসহ শারীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। তাছাড়া তাদের বেআইনি অস্ত্র দিয়ে,এ সন্ত্রাসী হামলায় মাহমুদুল হক সোহেল ও জোবাইদা বেগম গুরুতর আহত হয়। হামলাকারীরা শুধুমাত্র হামলা করে থেমে যায়নি এসব অপরাধীরা নগত টাকা ও স্বর্নালংকার লুট করে এবং শ্লীলতাহানি করে উল্টো প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহতদের প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষ করে পরে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

সংগঠিত ভাংচুর, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় অভিযুক্তরা হলো পালংখালীর ০৫ নং ওয়ার্ডের শফিউল্লাহকাটা থাইংখালীর আবদুল গফুর প্রকাশ গফফার এর পুএ মোহাম্মদ আলম,জিয়াবুল হক,সাইফুল ইসলাম, আবদুল গফুর(গফফার), একই ওয়ার্ডের জামতলীর বশির আহমেদের পুএ মোঃ মুন্না,জালাল আহমেদ (জালাইল্লা চোরার) পুএ মো: রাসেল (রাসেল ডাকাত) এবং মো: রুবেল প্রমুখ।

সর্বশেষ খবর জানা যায়, এঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। আহতদের অবস্থা আশংকাজনক। শাহ আলম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি জরুরি বিবেচনায় সুষ্ঠু বিচারে ভুক্তভোগী পরিবার প্রয়োজনীয় হস্তক্ষেপ কমানা করছে।