ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাতিরঝিল থেকে গ্রেফতার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নারী মাদক কারবারি’ সাথী আক্তার (২৪)কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামির নাম সাথী আক্তার (২৪)। সে পটুয়াখালী জেলার সদর থানার আনোয়ার হোসেনের কন্যা বলে জানা গেছে।

আজ বুূধবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এ খবর নিশ্চিত করেছেন।

মো: ফজলুল হক জানান, ২০১৯ সালের ১৭ আগষ্ট সালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত মাদক মামলার আসামী সাথী আক্তার (২৪) এর বিরুদ্ধে পাঁচ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সাথী আক্তার ওই মাদক মামলায় ১৬ মাস জেল খাটার পর ২০২০ সালে শেষের দিকে জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ২০২২ সালের ২৮ এপ্রিল আসামী সাথী আক্তার (২৪)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস দল গতকাল মঙ্গলবার সন্ধায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি সাথী আক্তার (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী এক জন পেশাদার মাদক চক্রের নারী সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও রয়েছে। সে দীর্ঘদিন ধরে বেআইনীভাবে সীমান্তবর্তী জেলা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা রাজধানীতে নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের নিকট সরবরাহ পূর্বক মাদক ব্যবসা করে আসছিলো।

গ্রেফতারকৃত নারী আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে
র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

ইয়াবা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাতিরঝিল থেকে গ্রেফতার

আপডেট সময় ০৩:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নারী মাদক কারবারি’ সাথী আক্তার (২৪)কে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত আসামির নাম সাথী আক্তার (২৪)। সে পটুয়াখালী জেলার সদর থানার আনোয়ার হোসেনের কন্যা বলে জানা গেছে।

আজ বুূধবার র‌্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ ফজলুল হক এ খবর নিশ্চিত করেছেন।

মো: ফজলুল হক জানান, ২০১৯ সালের ১৭ আগষ্ট সালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত মাদক মামলার আসামী সাথী আক্তার (২৪) এর বিরুদ্ধে পাঁচ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। সাথী আক্তার ওই মাদক মামলায় ১৬ মাস জেল খাটার পর ২০২০ সালে শেষের দিকে জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, পরবর্তীতে বিজ্ঞ আদালত ওই মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ সহ দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিশেষ দায়রা জজ ও বিচারক (জেলা ও দায়রা জজ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২, ২০২২ সালের ২৮ এপ্রিল আসামী সাথী আক্তার (২৪)’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি চৌকস দল গতকাল মঙ্গলবার সন্ধায় রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি সাথী আক্তার (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী এক জন পেশাদার মাদক চক্রের নারী সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও রয়েছে। সে দীর্ঘদিন ধরে বেআইনীভাবে সীমান্তবর্তী জেলা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা রাজধানীতে নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের নিকট সরবরাহ পূর্বক মাদক ব্যবসা করে আসছিলো।

গ্রেফতারকৃত নারী আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে
র‌্যাবের এ কর্মকর্তা।