রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কঠোর নিরাপত্তার মধ্যে অবাধ সুষ্ঠু ভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়। এবারে রংপুর জেলা প্রশাসক নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন থাকলে ও আওমিলীগের বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম ইলিয়াস আলী জন মত জরিপে অনেকটাই এগিয়ে এ ছাড়া মিঠাপুকুর উপজেলায় সাধারণ সদস্য পদে ৬ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নের একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মিঠাপুকুর মহাবিদ্যালয়ে মাঠে এই উপজেলার ১৫৩ সাধারণ সদস্য ৫১ জন মহিলা ভাইস চেয়ারম্যান ১৭ জন চেয়ারম্যান ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও আনছান সদস্য মোতায়েন ছিল। এছাড়া ও মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্যাট রুহুল আমিন দায়িত্ব পালন করেন পাশাপাশি কেন্দ্রেটি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে ছিল। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে দেখা যায়।
একাধিক ভোটাররা তাদের ভোট শেষে সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে জেলা প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছে। এমনকি ৫ নং ওয়াডের মিঠাপুকুর সকল সদস্য পুরুষ ও মহিলা প্রার্থীরা স্ব স্ব বক্তব্যে অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা স্বীকার করেন। এসময় ভোট কেন্দ্র পরিদর্শন পীরগন্জ মিঠাপুকুর ডি সার্কেল জনাব কামরুজ্জামা, তিনি দৈনিক আমাদের মাতৃভূমি কে জানায়, ভোট কেন্দ্র সহ তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে, কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে ভোট দেয়ার সকল ব্যবস্থা গ্রহণ করা রংপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাকে ধন্যবাদ জানায় ভোট দিতে আসা সাধারন ভোটাগন।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দৈনিক আমাদের মাতৃভূমি কে জানায়, আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি,কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচনে সম্পুর্ন করেছি।কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে আমাদের প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করতো। উক্ত উপজেলার রংপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মোঃসম্রাট মামুন (পাশা)