মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের কমিটির অনুমোদন করা হয়েছে। এতে পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ-কে সভাপতি, অধ্যাপক মোঃ শাজাহান-কে নির্বাহী সভাপতি, আহবাব হোসেন রাসেল-কে সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম মামুন-কে সহ সম্পাদক ও ডাঃ মোহাম্মদ তোফায়েল আহমদ চৌধুরী-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ মানবাধিকার কমিশনের পরিচালক এডভোকেট ফারাহ দেবা স্বাক্ষরিত প্যাডে আগামী দুই বছরের জন্য কমিটির অনুমোদন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, নির্বাহী সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল বাছিত, আতাউর রহমান চৌধুরী ছোহেল।
সাইফুর রশিদ সুমন, আব্দুল আজিজ এপিপি, সুমন মিত্র,ময়নুল ইসলাম সোহাগ, শফিকুল ইসলাম জায়েদ, রুবেল আহমেদ, ফখরুল ইসলাম, আজিজুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মামুন, ফ্লোরা বাবলি তালাং, সেলিম আহমদ, একেএম জাবের, অর্থ সম্পাদক লুংফুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক জাকির হোসেন, জায়েদুল ইসলাম লিপন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশফাক তানভীর, সামছুউদ্দিন বাবু।
প্রচার ও প্রকাশনা সম্পাদক আজহার মুনিম শাফিন, আইন বিষয়ক সম্পাদক মাহফুজ রব, সাহেদ আহমদ নুর, মহিলা সম্পাদক তাসলিমা সুলতানা মনি, সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মাহদি হাসান, আন্তর্জাতিক সম্পাদক রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক শিপাউর রহমান, তানজিল খাঁন, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমদ।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, এনামুল ইসলাম এনাম, অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, একেএম শাহজালাল, আব্দুল লতিফ, এডভোকেট তাজুল ইসলাম, মসুদ আহমদ, মিন্টু দেশোয়ারা, মাওঃ আব্দুস সামাদ।