হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতামূলকভাবে গত ২ (আগস্ট) সকাল ৯ ঘটিকায় ১ নং ওয়ার্ডে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, মাধবপুর পৌরসভার বাসিন্দা মোঃ শুকুর আলী মাঠে গরু চরাতে যাওয়ার সময় বিবাদী পক্ষের ১৫/২০ জন লোক দা, বটি, লোহার রড সহ ইত্যাদি ধারালো অস্ত্র দিয়ে কোরআনের উপর অতর্কিতে আক্রমণ চালায় ও বেদরক পিঠায়। এ সময় মারাত্মক জখম অবস্থায় শুকুর আলী আত্মচিৎকার শুরু করলে আত্মীয়-স্বজন এসে উদ্ধার করতে গেলে শুক্কুর আলী সহ ৭ জন গুরুতর আহত হয়।
আহতদের মাধবপুর ৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয় ও গত ৯ (আগস্ট) শুকুর আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করে। মামলা নং-জি,আর ৩৭২/২২, তারিখ: ০৯/০৮/২২ ইং। মামলা দায়ের এর পর থেকে বিবাদীগণ আরো ক্ষিপ্ত হয়ে কাদের বাড়ি গড়ে হামলা ও লুটপাট চালায়। এক পর্যায়ে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মোসাম্মে দ জমেলা খাতুন বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিসরিত করেছে।
বিবাদী পক্ষ হামলার ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের এক প্রতিবন্ধী আত্মীয় মোঃ সাবেদ আলী (৫০) কে ঘুম ও খুনের মত ঘটনা ঘটিয়ে আরো কঠিন মামলায় তাদেরকে ফাঁসাবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। থানায় মামলা করে বিপাকে পরা লোকজন নিরীহ, গরিব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিকট এর সঠিক তদন্ত বিচারের দাবি জানিয়েছেন।