ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নতুন ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখে পড়েছে পথচারী জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে আমরা আর কোনো অবিচার চাই না’ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে বদলি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ রিমান্ডে যেসব চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক ২ আইজিপি বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া, বন্ধ ৫২ কারখানা ট্রাইব্যুনালে প্রথমবার হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

নিত্যপণ্য, ব্রান্ড শপ, ফল ও ইফতা‌রি বাজা‌রে তদার‌কি অ‌ভিযান

আজ ২ এ‌প্রিল ২০২৩, র‌বিবার, ১০ম রমজা‌ন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ, রামঘাটলা ও কা‌ন্দিরপাড় এলাকার পোশা‌কের ব্রান্ড সপ, নিত‌্যপ‌ণ্যের বাজার, ফল ও ইফতা‌রি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় খা‌সির মাংস না থাক‌লেও মূল‌্য তা‌লিকায় খা‌সির মাংস লি‌খে বি‌ক্রি করায় বিস‌মিল্লাহ খা‌সি হাউজ‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কম দা‌মে তরমুজ কি‌নে বে‌শি দা‌মে বিক্রি করায় মেসার্স শাহ আলম মিয়ার ফ‌লের আড়ত‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ইফতা‌রি‌তে অনু‌মোদনহীন উপাদান মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স এম এন হো‌টেল‌কে ৪ হ‌াজার টাকা জ‌রিমানা করা হয়। আজ‌কের অ‌ভিয‌া‌নে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ‌মোট ৩ প্রতিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযা‌নে ব‌র্ণিত এলাকার পোশা‌কের ব্রান্ড সপগু‌লো‌তে একা‌ধিক মূল‌্য ট‌্যাগ লা‌গি‌য়ে বি‌ক্রি করা হ‌চ্ছে কিনা, ক্রয় র‌শিদ সংরক্ষণ করা হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। ইফতা‌রি সামগ্রী‌তে অপদ্রব‌্য মেশানো হ‌চ্ছে কিনা যাচাই করা হয়।

এছাড়াও আজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় ম‌নোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যোগকারী প্রণোদনা হি‌সে‌বে ১২,৫০০ টাকা পান।

বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা নবাগত ইউএন ও এসিল্যান্ড ভূমি ও পৌর প্রশাসক মো: জিয়াউর রহমান কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়

নিত্যপণ্য, ব্রান্ড শপ, ফল ও ইফতা‌রি বাজা‌রে তদার‌কি অ‌ভিযান

আপডেট সময় ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

আজ ২ এ‌প্রিল ২০২৩, র‌বিবার, ১০ম রমজা‌ন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লা নগরীর রাজগঞ্জ, রামঘাটলা ও কা‌ন্দিরপাড় এলাকার পোশা‌কের ব্রান্ড সপ, নিত‌্যপ‌ণ্যের বাজার, ফল ও ইফতা‌রি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়ে‌ছে।

এ সময় খা‌সির মাংস না থাক‌লেও মূল‌্য তা‌লিকায় খা‌সির মাংস লি‌খে বি‌ক্রি করায় বিস‌মিল্লাহ খা‌সি হাউজ‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়। কম দা‌মে তরমুজ কি‌নে বে‌শি দা‌মে বিক্রি করায় মেসার্স শাহ আলম মিয়ার ফ‌লের আড়ত‌কে ২ হাজার টাকা জ‌রিমানা করা হয়। ইফতা‌রি‌তে অনু‌মোদনহীন উপাদান মেশা‌নোর অ‌ভি‌যো‌গে মেসার্স এম এন হো‌টেল‌কে ৪ হ‌াজার টাকা জ‌রিমানা করা হয়। আজ‌কের অ‌ভিয‌া‌নে ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে ‌মোট ৩ প্রতিষ্ঠান‌কে ৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অভিযা‌নে ব‌র্ণিত এলাকার পোশা‌কের ব্রান্ড সপগু‌লো‌তে একা‌ধিক মূল‌্য ট‌্যাগ লা‌গি‌য়ে বি‌ক্রি করা হ‌চ্ছে কিনা, ক্রয় র‌শিদ সংরক্ষণ করা হ‌চ্ছে কিনা তদার‌কি করা হয়। ইফতা‌রি সামগ্রী‌তে অপদ্রব‌্য মেশানো হ‌চ্ছে কিনা যাচাই করা হয়।

এছাড়াও আজ মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মোহাম্মদ ইয়া‌ছির আরাফাত নামের একজন ভোক্তার লি‌খিত অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হওয়ায় ম‌নোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যোগকারী প্রণোদনা হি‌সে‌বে ১২,৫০০ টাকা পান।

বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ইসরাইল হো‌সেন, উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।