১২ ( অক্টোবর ) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় শেয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই প্রতিশেধক ভ্যাকসিন! যেতে হলো জেলা সদরে-! ১টি ভ্যাকসিনের মূল্য ১ হাজার অপর ৫টির মূল্য ৫’শ টাকা করে মোট ২৫’শত টাকা- ৫টি ভ্যাকসিন দিতে হবে বাধ্যতা মূুলক।
শেয়ালে কামড়ানোর বিষয়ে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন শেয়ালেরা সাধারণত ৩টি ঋতুকে প্রজননের উপযুক্ত সময় হিসেবে বেছে নেয়।
উক্ত সময় গুলোতে তারা তাদের নিরাপদ আশ্রয় খুঁজে,এইসময়ে শেয়ালের হিংস্রতা আংশিক বৃদ্বি পায়,এরকম অবস্থায় সাবধানতা অবলম্বন করে চলা ফেরা করা এবং শেয়ালকে উত্তেজিত অবস্থায় দেখলে শেয়ালের খুব কাছে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এছাড়াও আগামীকাল বানিয়াচঙ্গের সকল এলাকা পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।