ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ

ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে লিথিয়াম, অর্থাৎ, সাদা সোনার খোঁজ তো আগেই মিলেছিল। এবার আরও এক রাজ্যের মন্ত্রী সন্ধান দিলেন সোনার খনির।

কিছু দিন আগে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লাখ টন লিথিয়ামের ভাণ্ডার খুঁজে বের করে। এই ধাতু বৈদ্যুতিক যান ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হয়।

লিথিয়াম একটি বিরল ধাতু। এর আগে এটি ভারতে পাওয়া যায়নি। এমন লিথিয়াম খনির খোঁজ ভারতে প্রথম। সেই কারণে ভারতকে শতভাগ লিথিয়াম বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন জিএসআইয়ের সমীক্ষায় দেখা গেছে, রিয়াসি জেলার সালাল গ্রামে লিথিয়ামের মজুত রয়েছে।

এক কর্মকর্তা জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের। পরিমাণেও অনেকটাই বেশি। প্রায় ৫.৯ মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চীনকে পিছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতে নতুন ৯টি সোনার খনির খোঁজ মিলল।

ওড়িশার ইস্পাত ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ঢেঙ্কনালের বিধায়ক সুধীর কুমার সামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খনি অধিদফতর ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) সমীক্ষায় দেওগড়, কেওনঝড় ও ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।

মন্ত্রী জানান, কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার চারটি করে জায়গায় এবং দেওগড় জেলার একটি জায়গায় এই সোনার খনি মিলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ভারতের ৯ জায়গায় মিলল সোনার খনির খোঁজ

আপডেট সময় ০৩:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর ভ্যালিতে লিথিয়াম, অর্থাৎ, সাদা সোনার খোঁজ তো আগেই মিলেছিল। এবার আরও এক রাজ্যের মন্ত্রী সন্ধান দিলেন সোনার খনির।

কিছু দিন আগে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) কাশ্মীরের রিয়াসি জেলায় ৫৯ লাখ টন লিথিয়ামের ভাণ্ডার খুঁজে বের করে। এই ধাতু বৈদ্যুতিক যান ও সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত হয়।

লিথিয়াম একটি বিরল ধাতু। এর আগে এটি ভারতে পাওয়া যায়নি। এমন লিথিয়াম খনির খোঁজ ভারতে প্রথম। সেই কারণে ভারতকে শতভাগ লিথিয়াম বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন জিএসআইয়ের সমীক্ষায় দেখা গেছে, রিয়াসি জেলার সালাল গ্রামে লিথিয়ামের মজুত রয়েছে।

এক কর্মকর্তা জানান, জম্মু ও কাশ্মীরে পাওয়া লিথিয়াম অত্যন্ত উচ্চমানের। পরিমাণেও অনেকটাই বেশি। প্রায় ৫.৯ মিলিয়ন টন। মজুত লিথিয়ামের নিরিখে চীনকে পিছনে ফেলে দিতে পারে ভারত। আর তারপরেই ভারতে নতুন ৯টি সোনার খনির খোঁজ মিলল।

ওড়িশার ইস্পাত ও খনিমন্ত্রী প্রফুল্ল মল্লিক সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, ওড়িশার তিনটি জেলার বিভিন্ন জায়গায় সোনার খনি পাওয়া গেছে। ঢেঙ্কনালের বিধায়ক সুধীর কুমার সামালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খনি অধিদফতর ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) সমীক্ষায় দেওগড়, কেওনঝড় ও ময়ুরভঞ্জের মতো তিনটি জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।

মন্ত্রী জানান, কেওনঝড় ও ময়ূরভঞ্জ জেলার চারটি করে জায়গায় এবং দেওগড় জেলার একটি জায়গায় এই সোনার খনি মিলেছে।