ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা। বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া থানা পুলিশের সফল অভিযানে ১লক্ষ ৬০ হাজার ইয়াবা ও অস্ত্র ৪০ রাউন্ডগুলিসহ আটক ২

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা অস্ত্র ওগুলি সহ ২ জন গ্রেফতার প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনাসহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসহ নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশভাবে দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রের সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারনসহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুন নির্দেশনায় অস্ত্র ও মাদক উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে লোহাগাড়া থানা পুলিশ। গত এক সপ্তাহ ধরে একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্র পাচারকারী চক্র কক্সবাজার হতে একটি বড় ইয়াবা/অস্ত্র চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কার্গোযোগে ঢাকা প্রেরণ করবে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। বিষয়টি পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়কে অবহিত করলে তিনি সফল ও কার্যকর অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের প্রদত্ত নির্দেশনা মোতাবেক প্রাপ্ত তথ্যের আলোকে গত এক সপ্তাহ ধরে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ হতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ নজরদারী জোরদার করা হয়। কিন্তু কাঙ্খিত গাড়ীটি একাধিকবার ইয়াবা ও অস্ত্রসহ কক্সবাজার হতে রওয়ানা করেছে মর্মে সংবাদ পাওয়া গেলেও বাস্তবে এর প্রতিফলন ঘটাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ২৩শে ফেব্রুয়ারি২০২৩ : রাতে গোপন সংবাদ পাওয়া যায় যে কক্সবাজার শহরের লিংক রোড এলাকা হতে ইয়াবা/অস্ত্র ভর্তি কার্গোটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা মুহাম্মদ আতিকুর রহমান সঙ্গীয় এসআই মাহফুজুর রহমান ও ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চেক পোস্ট স্থাপন করে কাঙ্খিত কার্গোটির জন্য অপেক্ষা করতে থাকে।

২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১০.০০ টার দিকে কাঙ্খিত গাড়ীটি চেক পোস্টের নিকটবর্তী হলে অফিসার ইনচার্জ গাড়ীটি থামানোর সংকেত দিলে চালক গাড়ীটি থামায়। তখন তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে কার্গো গাড়ী এবং গাড়ীর চালক ফরিদ মিয়া ও গাড়ীর হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করেন। তল্লাশীকালে ঢাকাগামী আর বি কার্গো, রেজি: নং-ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪ খালি কার্গো গাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ড্রাইভারের সিটের পেছনে মূল বডির প্রান্তভাগে চিকন খালি অংশে বিশেষ কায়দায় কাভার ভ্যানের মূল বডির সাথে সংযুক্ত কাঠ দিয়ে তৈরী লম্বা বক্সে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ইট আকৃতির ১৬টি পোটলা পাওয়া যায়।

উক্ত ১৬টি পোটলার প্রত্যেকটিতে ইয়াবা ভর্তি ৫০ নীল রংয়ের এয়ারটাইট পলি প্যাকেট পাওয়া যায়, যার প্রত্যেকটিতে ২০০ পিস করে সর্বমোট (১৬ X ৫০ X ২০০) = ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৫,২০০ (পনের হাজার দুইশত) গ্রাম রক্ষিত ছিল। জব্দকৃত ইয়াবার অনুমান মূল্য- ৪,৮০,০০,০০০/- (চার কোটি আশি লক্ষ) টাকা। ধৃত কার্গোর চালক ফরিদ মিয়ার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের নিচে ডান কোমরে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত রিভলবার এবং ধৃত হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের বাম পকেটে ৪০ রাউন্ড গুলি ভর্তি একটি প্লাষ্টিকের ছোট কালো বক্স পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের ১। মোঃ ফরিদ মিয়া(২৫), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-ফরিদা খাতুন, সাং-গালাগাও, গাবরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে, ডাকঘর-চরপাড়া-২২৫২, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ নুর হোসেন সবুজ(২৭), পিতা-মৃত মোঃ সামশুল হক, মাতা-বিবি ফাতেমা, সাং-রবিউল হোসেন মিস্ত্রি বাড়ী, সোনাপাহাড়, ডাকঘর-জোয়ারগঞ্জ, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক ও অস্ত্র চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য।

বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার টানিয়ে পর্দার আড়ালে তারা এ ধরণের যানবাহনযোগে অতীতেও দেশের বিভিন্নস্থানে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করেছে মর্মে একাধিক উৎস হতে তথ্য পাওয়া যায়। এমনি করে প্রশাসনের চোঁখে ফাঁকি দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করার নাম দিয়ে বর্ণিত চক্রটি ইয়াবা ও অস্ত্র বহনকালে লোহাগাড়া থানা পুলিশের হাতেনাতে ধরা পড়েছে। তারা কক্সবাজার লিংক রোড এলাকা হতে তাদের জব্দকৃত অস্ত্রগুলি তারা তাদের মাদক ও অস্ত্র চক্রের কক্সবাজারের সহযোগীদের কাছ থেকে গ্রহণ করত: ঢাকা মহানগরে তাদের অপর সহযোগী চক্রের নিকট পৌছে দেয়ার জন্য বর্ণিত কার্গোযোগে নিয়ে যাচ্ছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানায়।

এ সংক্রান্তে লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলা যথাক্রমে লোহাগাড়া থানার মামলা নং-৪১, তারিখ-২৪/০২/২০২৩খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ এবং লোহাগাড়া থানার মামলা নং-৪২, তারিখ-২৪/০২/২০২৩খ্রি:, ধারা- The Arms Act 1878 এর 19A/19(f) রুজু করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

লোহাগাড়া থানা পুলিশের সফল অভিযানে ১লক্ষ ৬০ হাজার ইয়াবা ও অস্ত্র ৪০ রাউন্ডগুলিসহ আটক ২

আপডেট সময় ০৫:০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা অস্ত্র ওগুলি সহ ২ জন গ্রেফতার প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনাসহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসহ নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশভাবে দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। রাষ্ট্রের সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারনসহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্ব ও সুনিপুন নির্দেশনায় অস্ত্র ও মাদক উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে লোহাগাড়া থানা পুলিশ। গত এক সপ্তাহ ধরে একটি সংঘবদ্ধ মাদক ও অস্ত্র পাচারকারী চক্র কক্সবাজার হতে একটি বড় ইয়াবা/অস্ত্র চালান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কার্গোযোগে ঢাকা প্রেরণ করবে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। বিষয়টি পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়কে অবহিত করলে তিনি সফল ও কার্যকর অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনার প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয়ের প্রদত্ত নির্দেশনা মোতাবেক প্রাপ্ত তথ্যের আলোকে গত এক সপ্তাহ ধরে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ হতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ নজরদারী জোরদার করা হয়। কিন্তু কাঙ্খিত গাড়ীটি একাধিকবার ইয়াবা ও অস্ত্রসহ কক্সবাজার হতে রওয়ানা করেছে মর্মে সংবাদ পাওয়া গেলেও বাস্তবে এর প্রতিফলন ঘটাতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ২৩শে ফেব্রুয়ারি২০২৩ : রাতে গোপন সংবাদ পাওয়া যায় যে কক্সবাজার শহরের লিংক রোড এলাকা হতে ইয়াবা/অস্ত্র ভর্তি কার্গোটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ লোহাগাড়া থানা মুহাম্মদ আতিকুর রহমান সঙ্গীয় এসআই মাহফুজুর রহমান ও ফোর্সসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে চেক পোস্ট স্থাপন করে কাঙ্খিত কার্গোটির জন্য অপেক্ষা করতে থাকে।

২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১০.০০ টার দিকে কাঙ্খিত গাড়ীটি চেক পোস্টের নিকটবর্তী হলে অফিসার ইনচার্জ গাড়ীটি থামানোর সংকেত দিলে চালক গাড়ীটি থামায়। তখন তিনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে কার্গো গাড়ী এবং গাড়ীর চালক ফরিদ মিয়া ও গাড়ীর হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করেন। তল্লাশীকালে ঢাকাগামী আর বি কার্গো, রেজি: নং-ঢাকা-মেট্টো-ট-১৩-০২৯৪ খালি কার্গো গাড়ীতে তল্লাশী অভিযান পরিচালনা করে ড্রাইভারের সিটের পেছনে মূল বডির প্রান্তভাগে চিকন খালি অংশে বিশেষ কায়দায় কাভার ভ্যানের মূল বডির সাথে সংযুক্ত কাঠ দিয়ে তৈরী লম্বা বক্সে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ইট আকৃতির ১৬টি পোটলা পাওয়া যায়।

উক্ত ১৬টি পোটলার প্রত্যেকটিতে ইয়াবা ভর্তি ৫০ নীল রংয়ের এয়ারটাইট পলি প্যাকেট পাওয়া যায়, যার প্রত্যেকটিতে ২০০ পিস করে সর্বমোট (১৬ X ৫০ X ২০০) = ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ১৫,২০০ (পনের হাজার দুইশত) গ্রাম রক্ষিত ছিল। জব্দকৃত ইয়াবার অনুমান মূল্য- ৪,৮০,০০,০০০/- (চার কোটি আশি লক্ষ) টাকা। ধৃত কার্গোর চালক ফরিদ মিয়ার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের নিচে ডান কোমরে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত রিভলবার এবং ধৃত হেলপার নুর হোসেন সবুজের দেহ তল্লাশী করে তার পরিহিত টাউজারের বাম পকেটে ৪০ রাউন্ড গুলি ভর্তি একটি প্লাষ্টিকের ছোট কালো বক্স পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় তাদের ১। মোঃ ফরিদ মিয়া(২৫), পিতা-মোঃ নুরু উদ্দিন, মাতা-ফরিদা খাতুন, সাং-গালাগাও, গাবরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে, ডাকঘর-চরপাড়া-২২৫২, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ নুর হোসেন সবুজ(২৭), পিতা-মৃত মোঃ সামশুল হক, মাতা-বিবি ফাতেমা, সাং-রবিউল হোসেন মিস্ত্রি বাড়ী, সোনাপাহাড়, ডাকঘর-জোয়ারগঞ্জ, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীদ্বয় সংঘবদ্ধ মাদক ও অস্ত্র চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য।

বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যানার টানিয়ে পর্দার আড়ালে তারা এ ধরণের যানবাহনযোগে অতীতেও দেশের বিভিন্নস্থানে ইয়াবা ও অস্ত্র সরবরাহ করেছে মর্মে একাধিক উৎস হতে তথ্য পাওয়া যায়। এমনি করে প্রশাসনের চোঁখে ফাঁকি দিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ করার নাম দিয়ে বর্ণিত চক্রটি ইয়াবা ও অস্ত্র বহনকালে লোহাগাড়া থানা পুলিশের হাতেনাতে ধরা পড়েছে। তারা কক্সবাজার লিংক রোড এলাকা হতে তাদের জব্দকৃত অস্ত্রগুলি তারা তাদের মাদক ও অস্ত্র চক্রের কক্সবাজারের সহযোগীদের কাছ থেকে গ্রহণ করত: ঢাকা মহানগরে তাদের অপর সহযোগী চক্রের নিকট পৌছে দেয়ার জন্য বর্ণিত কার্গোযোগে নিয়ে যাচ্ছিল মর্মে জিজ্ঞাসাবাদে জানায়।

এ সংক্রান্তে লোহাগাড়া থানায় মাদক ও অস্ত্র আইনে ২টি পৃথক মামলা যথাক্রমে লোহাগাড়া থানার মামলা নং-৪১, তারিখ-২৪/০২/২০২৩খ্রি:, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮ এবং লোহাগাড়া থানার মামলা নং-৪২, তারিখ-২৪/০২/২০২৩খ্রি:, ধারা- The Arms Act 1878 এর 19A/19(f) রুজু করা হয়েছে।