ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বোরহানউদ্দিনে পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর মৃধা’র বসতবাড়িতে হামলা। বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুরে চেয়ারম্যান আজাদ কে ক্ষমা করে চিঠি পাঠালেন ওবায়দুল কাদের

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্তিতা করেন কেন্দ্রীয় স্তলবন্দর শ্রমীকলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন ।নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জনতার চেয়ারম্যান আজাদ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ। পরবর্তীতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষের নিকট আবেদন করেন আজাদ হোসেন এ প্রেক্ষিতে তাকে ক্ষমা করা হয়েছে মর্মে একটি চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন ‘ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

চিঠিতে ওবায়দুল কাদের লিখেছেন, “জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।”

চিঠির অনুলিপি আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরেও পাঠানো হয়েছে।

এদিকে, দলের ক্ষমা পেয়ে চেয়ারম্যান আজাদ হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান আজাদ হোসেন বলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডে আমার নাম প্রেরণ করা হয় নি। তাই দলের মনোনয়ন চেয়ে আমাকে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল।

এর প্রতিবাদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দলের দুর্দিনের কর্মী হিসেবে আমার আবেদন বিবেচনায় নিয়ে মাননীয় সভাপতি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এর জন্য বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘এখন নতুন উদ্যোমে সাংগঠনিক কর্মকাণ্ডে সংক্রিয় হওয়ার চেষ্টা করবো। আমি রাজনীতির জন্য নির্বাচন করি। নির্বাচনের জন্য রাজনীতি করি না। ইউনিয়নের টেকসই সুষম উন্নয়নে আমি আমার অবস্থান থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবো ‘ বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন জিয়া বলেন চেয়ারম্যান আজাদ হোসেনের অব্যাহতির আদেশ প্রত্যাহারের খবর এলাকায় আশার সাথে সাথেই নেতা কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে তিনি বলেন প্রধানমন্ত্রী আমাদের মাতৃসমতুল্য তার যেমন শাসন করার অধিকার আছে,আবার ক্ষমা করার দিক থেকেও তিনি বঙ্গবন্ধুর মতো বিশাল হৃদয়ের অধিকারী,জনতার নেতা আাজাদ ভাইকে ক্ষমা করে দেওয়ায় বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে হাজার সালাম,ওনার এই মহানুভবতা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অভ্যুত্থানের পর আমেরিকা প্রকাশ্যে এসে বড় ঘোষণা

তাহিরপুরে চেয়ারম্যান আজাদ কে ক্ষমা করে চিঠি পাঠালেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্তিতা করেন কেন্দ্রীয় স্তলবন্দর শ্রমীকলীগের সাধারন সম্পাদক আজাদ হোসেন ।নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জনতার চেয়ারম্যান আজাদ, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ। পরবর্তীতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষের নিকট আবেদন করেন আজাদ হোসেন এ প্রেক্ষিতে তাকে ক্ষমা করা হয়েছে মর্মে একটি চিঠি পাঠিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন ‘ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে।

চিঠিতে ওবায়দুল কাদের লিখেছেন, “জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে ইতোপূর্বে আপনাকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হয়। আপনার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এমতাবস্থায়, গত ১৭ ডিসেম্বর গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আপনার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।”

চিঠির অনুলিপি আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরেও পাঠানো হয়েছে।

এদিকে, দলের ক্ষমা পেয়ে চেয়ারম্যান আজাদ হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চেয়ারম্যান আজাদ হোসেন বলেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডে আমার নাম প্রেরণ করা হয় নি। তাই দলের মনোনয়ন চেয়ে আমাকে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল।

এর প্রতিবাদে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দলের দুর্দিনের কর্মী হিসেবে আমার আবেদন বিবেচনায় নিয়ে মাননীয় সভাপতি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এর জন্য বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘এখন নতুন উদ্যোমে সাংগঠনিক কর্মকাণ্ডে সংক্রিয় হওয়ার চেষ্টা করবো। আমি রাজনীতির জন্য নির্বাচন করি। নির্বাচনের জন্য রাজনীতি করি না। ইউনিয়নের টেকসই সুষম উন্নয়নে আমি আমার অবস্থান থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবো ‘ বালিজুরি ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন জিয়া বলেন চেয়ারম্যান আজাদ হোসেনের অব্যাহতির আদেশ প্রত্যাহারের খবর এলাকায় আশার সাথে সাথেই নেতা কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে তিনি বলেন প্রধানমন্ত্রী আমাদের মাতৃসমতুল্য তার যেমন শাসন করার অধিকার আছে,আবার ক্ষমা করার দিক থেকেও তিনি বঙ্গবন্ধুর মতো বিশাল হৃদয়ের অধিকারী,জনতার নেতা আাজাদ ভাইকে ক্ষমা করে দেওয়ায় বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে হাজার সালাম,ওনার এই মহানুভবতা আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে।