ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ গাজীপুর কাস্টমসের পিওন কাওসারের কোটি টাকার সম্পত্তি পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক — মন্ত্রী ইমরান আহমদ

গোয়াইনঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোয়াইনঘাট উপজেলা পূর্ব জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এসময় তিনি বলেন, সরকার সমতলে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিভিন্নভাবে কাজ করছে। পাহাড়ি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলে ক্ষেত্রেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে যোগ্য নাগরিক ও দক্ষ পেশাদার হিসেবে নিজেদের গড়ে তুলতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সর্বদা শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু।

উল্লেখ্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ১০০ জনকে ২ হাজার ৪ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৭০ জনকে ৬ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৪০ জনকে ৯ হাজার ৬শত টাকা করে শিক্ষাবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য ২০টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও ২০ টি বসতঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীবৃন্দ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনানীর আবাসিক হোটেলে মিলল ৯৮৪ বোতল বিদেশি মদ

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক — মন্ত্রী ইমরান আহমদ

আপডেট সময় ০৯:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

গোয়াইনঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় গোয়াইনঘাট উপজেলা পূর্ব জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এসময় তিনি বলেন, সরকার সমতলে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক ও শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিভিন্নভাবে কাজ করছে। পাহাড়ি এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকলে ক্ষেত্রেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে যোগ্য নাগরিক ও দক্ষ পেশাদার হিসেবে নিজেদের গড়ে তুলতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সর্বদা শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু।

উল্লেখ্য উন্নয়ন সহায়তার আওতায় প্রাথমিক পর্যায়ে ১০০ জনকে ২ হাজার ৪ শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৭০ জনকে ৬ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৪০ জনকে ৯ হাজার ৬শত টাকা করে শিক্ষাবৃত্তি ও ২০ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য ২০টি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়াও ২০ টি বসতঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আগত শিক্ষার্থীবৃন্দ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।