ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইউক্রেন নিয়ে আলোচনা করতে ইউরোপে ব্লিংকেন

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা হবে। তবে সেখানে চীনের প্রতিনিধিদের সঙ্গে ব্লিংকেন আলাদা করে আলোচনায় বসবেন কি না, তা এখনও জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবারই ইউরোপ পৌঁছাবেন ব্লিংকেন। আগামী সপ্তাহে জার্মানি, গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন শীর্ষ এই মার্কিন কূটনীতিক। তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। সেখানে ব্লিংকেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও থাকবেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউক্রেনকে আরও সাহায্য করা নিয়েই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক এই বৈঠকে মূল আলোচনা হবে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের একবছর পূর্তির কাছাকাছি সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চীনের প্রতিনিধি ওয়াং ই বৈঠকে থাকবেন। কিন্তু তার সঙ্গে ব্লিংকেনের আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও জানানো হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি চীনা বেলুনকে গুলি করে নামানোর পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

মিউনিখের পর অ্যান্টনি ব্লিংকেন তুরস্ক যাবেন। সেখানে ভূমিকম্পের পর যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে, তা দেখবেন। পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুইটি বিষয় প্রাধান্য পাবে। তুরস্ককে অত্য়াধুনিক যুদ্ধবিমান দেওয়া এবং তুরস্ক যাতে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে ফিনল্য়ান্ড ও সুইডেনের পথে বাধা না হয়, তা দেখা।

এরপর গ্রিসে যাবেন ব্লিংকেন। সেখানে তিনি তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি নিয়েও কথা বলবেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির দলিলের প্রলোভানা দিয়ে গ্রাম পুলিশের নির্দেশে সোনিয়া আক্তার নামে এক নারীকে নির্যাতন করে

ইউক্রেন নিয়ে আলোচনা করতে ইউরোপে ব্লিংকেন

আপডেট সময় ০১:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে ইউক্রেন নিয়ে আলোচনা হবে। তবে সেখানে চীনের প্রতিনিধিদের সঙ্গে ব্লিংকেন আলাদা করে আলোচনায় বসবেন কি না, তা এখনও জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবারই ইউরোপ পৌঁছাবেন ব্লিংকেন। আগামী সপ্তাহে জার্মানি, গ্রিস ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন শীর্ষ এই মার্কিন কূটনীতিক। তিনি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। সেখানে ব্লিংকেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও থাকবেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইউক্রেনকে আরও সাহায্য করা নিয়েই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক এই বৈঠকে মূল আলোচনা হবে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের একবছর পূর্তির কাছাকাছি সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চীনের প্রতিনিধি ওয়াং ই বৈঠকে থাকবেন। কিন্তু তার সঙ্গে ব্লিংকেনের আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও জানানো হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি চীনা বেলুনকে গুলি করে নামানোর পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

মিউনিখের পর অ্যান্টনি ব্লিংকেন তুরস্ক যাবেন। সেখানে ভূমিকম্পের পর যে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে, তা দেখবেন। পরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং নেতা-মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করবেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে দুইটি বিষয় প্রাধান্য পাবে। তুরস্ককে অত্য়াধুনিক যুদ্ধবিমান দেওয়া এবং তুরস্ক যাতে ন্যাটোর সদস্য হওয়ার ক্ষেত্রে ফিনল্য়ান্ড ও সুইডেনের পথে বাধা না হয়, তা দেখা।

এরপর গ্রিসে যাবেন ব্লিংকেন। সেখানে তিনি তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা ও জ্বালানি নিয়েও কথা বলবেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী।