ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে? গণপূর্তে সন্ত্রাসীদের দ্বারা সিন্ডিকেট গড়েছেন নির্বাহী প্রকৌশলী তামজিদ হোসেন কুমিল্লায় তায়কোয়ানদো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিকল্পনা শিল্পঘাতক: আইইএফ দেশীয় সিগারেট শিল্প বৈষম্যের শিকার জুলাই বিপ্লবে নিহত মাহবুবের পরিবারের পাশে তারেক রহমান ‘নিত্যপণ্যে ভ্যাট বসিয়ে ফ্যাসিস্টের রাস্তায় হাঁটছে সরকার’ বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ চলতি বছরেই নির্বাচন সম্পন্ন করা জরুরি ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি

কয়েকদিন রাজধানীসহ সারা দেশে গরমের প্রভাব ছিল অনেক বেশি। যদিও আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, রোববার (৯ অক্টোবর) রাজধানীসহ দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির হতে পারে। সেই সম্ভাবনাটাই যেন সত্যি হলো। রাজধানীর কয়েকটি জায়গায় থেমে থেমে ঝুম বৃষ্টি নেমেছে।

জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে রাজধানীর বনানী, গুলশান, নতুন বাজার, বারিধারা সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। ঝুম বৃষ্টির কারণে এসব এলাকায় পানি জমে গেছে। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি হাসিবুর রহমান বলেন, অফিসের কাজে সকালে মিরপুর থেকে নতুন বাজারের উদ্দেশে রওয়ানা করি। সেদিকে আকাশ পরিষ্কারই ছিল। বিজয় সরণি আসার পর দেখলাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। এরপর মহাখালী ও বনানী এলাকায় এসে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নতুন বাজার এসে দেখি এদিকে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। গন্তব্যে পৌঁছানোর আগেই ফের বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে বেশ বিপাকে পড়তে হয়েছে।

এর আগে রোববার দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিসাব রক্ষক আলাউদ্দিনের এক যুগের দুর্নীতি ঘোচাবে কে?

রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি

আপডেট সময় ০২:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

কয়েকদিন রাজধানীসহ সারা দেশে গরমের প্রভাব ছিল অনেক বেশি। যদিও আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, রোববার (৯ অক্টোবর) রাজধানীসহ দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির হতে পারে। সেই সম্ভাবনাটাই যেন সত্যি হলো। রাজধানীর কয়েকটি জায়গায় থেমে থেমে ঝুম বৃষ্টি নেমেছে।

জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে রাজধানীর বনানী, গুলশান, নতুন বাজার, বারিধারা সহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। ঝুম বৃষ্টির কারণে এসব এলাকায় পানি জমে গেছে। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি হাসিবুর রহমান বলেন, অফিসের কাজে সকালে মিরপুর থেকে নতুন বাজারের উদ্দেশে রওয়ানা করি। সেদিকে আকাশ পরিষ্কারই ছিল। বিজয় সরণি আসার পর দেখলাম আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। এরপর মহাখালী ও বনানী এলাকায় এসে দেখি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নতুন বাজার এসে দেখি এদিকে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। গন্তব্যে পৌঁছানোর আগেই ফের বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টিতে বেশ বিপাকে পড়তে হয়েছে।

এর আগে রোববার দেশের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে, বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।