বরগুনা সাইন্স সোসাইটির পক্ষ থেকে ৬ ও ৭ অক্টোবর দুই দিন ব্যাপি মহাকাশ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ( ৬ অক্টোবর ) সন্ধ্যা সাতটার দিকে , আল- মিজান শপিং কমপ্লেক্স ও মসজিদ মার্কেটের ছাদে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
মহাকাশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি- হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের মাননীয় সাংসদ সদস্য, এডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ , বরগুনা পৌর প্যানেল মেয়র -১ মোঃ রইসুল আলম রিপন, বরগুনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, বরগুনা জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক এ্যাডঃ সুনাম দেবনাথ , বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আদনান অনিক সহ বরগুনা সাইন্স সোসাইটির উপদেষ্টা মন্ডলি ও সদস্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা সাইন্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আকিল আহমেদ ও সঞ্চালনায় ছিলো বরগুনা সাইন্স সোসাইটির সদস্য ও মহাকাশ ক্যাম্পের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন এবং বরগুনা সাইন্স সোসাইটির সদস্য গোলাম রাব্বি। এসময়ে বরগুনা ১ আসনের মাননীয় সাংসদ সদস্য তার বক্তব্যে — বরগুনায় বিজ্ঞানকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য তার দিক নির্দেশনা ও উপদেশ মূলক কথা বলেন এবং তিনি বরগুনা সাইন্স সোসাইটি সংগঠনে একটি টেলিস্কোপ কিনে দেওয়া ও এরকম আয়োজনে তার সহযোগীতা আছে বলে আশ্বাস দেন এবং এইরকম ক্যাম্প বরগুনায় এই প্রথম বার হলেও এটা যেন শেষ না হয়ে এরকম আরো মহাকাশ ক্যাম্প আয়োজন করা হয় যাদে আগামী প্রজন্মকে বিজ্ঞান মানষ্ক হতে উদ্বুদ্ধ করে।
এরপরে অতিথিবৃন্দ টেলিক্সোপের মাধ্যমে চাঁদ সহ আকাশের বিভিন্ন গ্রহ , নক্ষত্র এবং উল্কা পতনে চোখ রাখেন। বারগুনা সাইন্স সোসাইটি’র এই মহাকাশ ক্যাম্পের পুরো আয়োজন জুড়ে থাকছে — টেলিস্কোপে চাঁদসহ অনন্য গ্রহ উপগ্রহ নিজ চোখে দেখার সুযোগ,উল্কা পতন পর্যবেক্ষন, স্পেস অলিম্পিয়াড,গেমস।মহাকাশ বিষয়ক প্রশ্নের উত্তর সহ বিভিন্ন ধরনের ইন্টারটেন্টমেন্ট ইভেন্ট । মহাকাশ ক্যাম্পটি ৬-৭ অক্টোবর বিকাল ৪ থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে ।