হবিগঞ্জের চুনারুঘাটে প্রিন্সিপাল এম মুখলিছের বাড়ীতে গাড়ি নিতে আসলেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম।
প্রিন্সিপাল এম মুখলিছের উপহারের গাড়ী নিতে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বগুড়া থেকে চুনারুঘাটের নরপতি গ্রামে এসে পৌঁছেন৷ গাড়ী হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সাবেক চেয়ারম্যান কাউসার বাহারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিরো আলম। আরো বক্তব্য রাখেন এম মুখলিছুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন সহ আরো অনেকে।
হিরো আলম বক্তব্যে বলেন, প্রিন্সিপাল এম মুখলিছের ভিডিওতে তিনি আমাকে গাড়ী উপহার দেওয়ার কথা বলেছিলেন। আমি এই উপহার গ্রহন করলাম। আমি এই গাড়ীটিকে এম্বুলেন্স বানাবো যাতে করো গরীব ও অসহায় মানুষেরা ফ্রিতে চিকিৎসা সেবা নিতে পারে।
হিরো আলমের আগমন উপলক্ষে প্রিন্সিপাল মুখলিছের বাড়ীতে সাংবাদিক ও সুশীল সমাজের মানুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে।
উল্লেখ্য, বগুড়ার সংসদ নির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাকে নিয়ে প্রিন্সিপাল এম মুখলিছুর তার পেইজে ভিডিও আপলোড করেন ও তাকে গাড়ী উপহার দিবেন বলেন। এই উপহারের গাড়ী নিতেই প্রিন্সিপাল মুখলিছের বাড়ীতে আসেন হিরো আলম।