কুমিল্লার বুড়িচং পূর্ণমতি এলাকায় থানা পুলিশের সামনে দিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে ষ্টীলের দরজার ভিতরে করে ১৬ কেজি গাঁজা পরিবহন কালে এক কিশোর মাদক পাচারকারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পূর্ণমতি এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত নয়ন ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সিমান্তবর্তী দক্ষিন তেতাভূমি গ্রামের জয়দল হোসেনের ছেলে
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, মাদক ও চোরাচালান বিরোধি বিশেষ অভিযানের অংশ হিসেবে
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানার উপ-পরিদর্শক (এস.আই) আবদুল আজিজ ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) নুর আলম।
সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সদর ইউনিয়নের পূর্নমতি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ব্যটারি চালিত অটোরিকশার উপরে অভিনব কৌশলে স্টিলের দরজার মধ্যে বক্স তৈরি করে গাঁজা রেখে পাচার কালে ১৬ কেজি গাঁজাসহ এক কিশোরকে আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃত আসামি নয়নের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে