সময়মত হাসপাতালে না নেওয়া হলে একজন সংকটাপন্ন রোগীর জীবন বিপন্ন হতে পারে। কিন্তু প্রত্যন্ত এলাকার গরীব-অসহায় মানুষরা যেখানে চিকিৎসা ব্যয় বহন করতেই হিমশিম খায়, সেখানে তাদের পক্ষে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে যায়।
নিজ উপজেলার এসব গরীব ও অসহায় রোগীদের কথা চিন্তা করে বিনামূল্যে অটো দিয়ে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন জীবন মাহমুদ নামে বরিশালের এক পুলিশ সদস্য ।
তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দফাদার বাড়ির সন্তান। বর্তমানে বাংলাদেশ পুলিশে বরিশাল কর্মরত আছেন। জীবন মাহমুদ এর ৩ চাকার এম্বুলেন্স এ কোরআনের হাফেজদের ও ভাড়া ফ্রী রোগীদের দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে নিজ বেতনের টাকা জমিয়ে তিনি কিনেছেন এই ৩ চাকার এম্বুলেন্স।
তার এই অ্যাম্বুলেন্সে স্থানীয় টবগী,কাচিয়া,হাসাননগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছে ফ্রী। পুলিশ সদস্যের এই ব্যতিক্রমী সেবা সারা জেলায় প্রশংসা কুড়িয়েছে এবং সবার নজরও কেড়েছেন।
এছাড়াও জীবন মাহমুদ অসহায়দের কর্মসংস্থান,বাসস্থান প্রতিবন্ধীদের হুইল চেয়ার সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড চলমান রেখেছেন।