নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইকবাল হোসেন (৪৪)কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ইকবাল বি-বাড়িয়া জেলার কসবা থানার মেশিয়ারা (লেশিয়ারা) মৃত-আব্দুল মতিনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল শনিবার রাত সাড়ে ৭ টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ রোববার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
এদিকে, আজ দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ ইকবাল হোসেন তার কৃতকর্মের বিষয়টি র্যাবের কাছে স্বীকার করেছে।
এএসপি ফারজানা হক জানান, তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় ২০১০ সালে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। মামলার পর থেকে ইকবাল দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
তিনি জানান, ২০১৮ সালে বিজ্ঞ আদালত কর্তৃক আটককৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস সশ্রম কারাদন্ড প্রদানের রায় ঘোষনা করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।