সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের দক্ষতা উন্নয়নে দুইদিন ব্যাপী বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।
রবিবার দুপুরে লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় পরিষদ জাফলং এর ব্যবস্থাপনায় হামিদা আলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সুরুজ, ইউপি সদস্য আব্দুল আওয়াল, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি রফিকুল ইসলাম, যুব নেতা রমজান মোল্যা প্রমুখ।
প্রশিক্ষশ পরিদর্শনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আপনারা এই প্রশিক্ষণ নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। যারা একদিন ভালো মানুষ হয়ে সমাজকে প্রতিষ্ঠিত করবে। এরকম মহৎ প্রশিক্ষণের আয়োজন করায় লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের প্রশংসা করে তিনি বলেন, আমি আশা করছি এই হামিদা আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় একদিন অনেক দুর এগিয়ে যাবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
৪-৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় পূর্ব জাফলং ইউনিয়নের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন!