হবিগঞ্জের বাহুবলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার জয়পুর শ্রীশ্রী শচী অঙ্গন ধামে শিব মন্দির ও নতুন শ্রী মন্দির উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে নিষেধাজ্ঞাকৃত ও বিরোধীয় স্থানে দুটি মন্দির উদ্বোধন করা হয়। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেকোন সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারনা করেছেন।
জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত সুনিল দেবের পুত্র রতন দেব বাদী হয়ে নিখিল ভট্রাচার্য, পরিতোষ বনিক ও অভিজিত ভট্রাচার্য সহ ১৫ জনের বিরুদ্ধে বাহুবল( হবিগঞ্জ) আদালতে সত্ব মামলা দায়ের করেন। বাদীপক্ষের আর্জিমোতাবেক আদালত বিবাদীপক্ষগণকে ১৫ দিনের মধ্য কারণ দর্শাতে নোটিশ প্রদান করেন এবং পরবর্তী ঘোষণার পূর্বে নালিশা তফশিল বর্ণিত ভূমিতে অবস্থিত শ্রীশ্রী শচী অঙ্গন মন্দির ভাঙ্গা হতে বিরত ও উক্ত মন্দির স্থলে শিব মন্দির নির্মান করা হতে বিরত সহ স্থিতিবস্থা বজায় রাখতে উভয়পক্ষকে নির্দেশ প্রদান করেন।
এরইমাঝে আজ শুক্রবার দুপুরবেলা নিখিল,পরিতোষ ও অভিজিত মিলে কাজ শুরু করলে বাদী এ বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে কাজ বন্ধ রাখার জন্য বিবাদীগনকে জানালে তারা পাল্টা বাদীকে হুমকি ও ভয় দেখিয়েছে বলে বাদী রতব দেব দাবী করেছেন।