ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

ফুটপাথ দখল করে লক্ষ টাকার বাণিজ্য দায়িত্বশীল কর্মকর্তাদের চোখে কাঠের চশমা

রাজধানীতে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। শুধু হকার নয়, সরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দখলেও রয়েছে রাজধানীর ফুটপাত। ফলে রাস্তায় চলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন পথচারীরা। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মত দিয়েছেন নগরবিদরা।

রাজধানীর এয়ারপোর্ট,গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, মিরপুর, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরেই ফুটপাথ দখল করে হকাররা চালিয়ে যাচ্ছেন ব্যবসা। ফুটপাত! পায়ে চলার পথ। অথচ এই পথের অনেকটাই রয়েছে বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের দখলে। এমনিতেই গাড়ির চাপ তার ওপর ফুটপাত দখল। দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযানে কাজ হচ্ছে না। তাই ঝুঁকি নিয়েই রাস্তার চলাচল করেন পথচারীরা।

অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদ ফুটপাত দখল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ চাঁদা টাকা দিতে অস্বীকার করলে তাকে মিথ্যা ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে লাইনম্যানদের বিরুদ্ধে। ক্ষমতা প্রভাব দলীয় ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশাসনের হাতেগোনা কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে লাইনম্যানের কথামতো চলার অভিযোগ উঠেছে। অভিযানের নামে চাঁদাবাজির মাত্রাদিগুণ। ভুক্তভোগীরা বলেন আমরা যাব কোথায়? হকারদের বোবা কান্না কেউ বুঝে না।নামে পুলিশের অভিযান চাঁদা টাকা মাফ নেই। হকারদের মরার উপরে খারার ঘা। লাইনম্যানদের নিষ্ঠুর অত্যাচার সারাদিন ক্লান্তময় পরিশ্রম করে যে টাকাটি ব্যবসা হয়। অর্থাৎ বড় বাবুদের সম্মানী হিসেবে দোকান প্রতি ৬০০/৫০০ /টাকা চাঁদা দিতে হচ্ছে।

প্রতিবেদকের অনুসন্ধানে দেখা যায়, বনানী ভার্সিটি গল্লি এবং স্বপ্ন এ দুটি জায়গা যেন সোনার হরিণ। প্রতিদিন দোকান থেকে ১২ শত টাকা ও ১ হাজার টাকা করে ভাড়া নিচ্ছে লাইম্যান আব্দুল করিম, বিল্লাল,। বনানী পোস্ট অফিস, ইকবাল টাওয়ার, বিকেতন স্কুল, সৈনিক ক্লাব,চেয়ারম্যান বাড়ি, কবরস্থান রোড, স্বপ্ন রাস্তা, কাউন্সিল অফিসের মাঠ।আনুমানিক ৩ শত দোকান নিয়ন্ত্রণ করছেন লাইনম্যান লিডার আব্দুল করিম। কাকুলিতে রাস্তার ফুটপাত সহ ভিক্ষুকের টাকাও নিয়ন্ত্রণ করছেন ঘড়ি জসীম নামে সু পরিচিত।। লুৎফর, মহাখালী জনস্বাস্থ্য মোর, জুতা করিম মহাখালী কাঁচাবাজার ও স্বাস্থ্য অধিদপ্তর সামনে ফুটপাত পরিচালনা করেন।

বিতর্কিত আলোকিত টয়লেট মোমিন মহাখালীতে জোর পূর্বে মাঠ দখল করে রয়েছেন। এবং তিনি বনানী থানা হকার লীগের সভাপতি ও পরিচিতি দেন। যুবলীগ ও আওয়ামীলীগের সিনিয়র কর্মকর্তাদের সাথে তারা নাকি বহু মিল রয়েছেন বলে জানান। অঙ্গ সংগঠনের সকলের সাথে সুসম্পর্ক রেখে ফুটপাত থেকে চাঁদা তুলেন বলে তিনি স্বীকার করেন। চাঁদার টাকা কোথায় কারা নেতৃত্ব বন্টন হয় এ বিষয়ে মুখ খুলতে নারাজ ও বলেন পুলিশ বক্স এ কথা বলুন।

পরবর্তীতে ব্যস্ত হয়ে বলেন আপনি আমার ক্যাশিয়ারের সাথে কথা বলুন। ক্যাশিয়ার কে প্রশ্ন করলে নিজেকে কাউন্সিলর আত্মীয় পরিচয় দিয়ে হুমকি দেন। পাঁচ মিনিট সময় ভিতরে চলে যাওয়ার জন্য বলেন। আমরা কি করছি প্রশাসন দেখব। তারা না চাইলে তো আমরা পারতাম না।

ফুটপাত দখল চাঁদা তোলার বিষয়ে জানতে ফোনে বনানী ফাঁড়ি ইনচার্জ এস আই নাদিম প্রতিবেদকে বলেন ফাঁড়িতে দায়িত্বে আমি নতুন এসেছি হকার ধরে আমরা চালান করছি। আমাদের অভিযান চলমান থাকবে। করিমের, বিল্লাল, জসীম তাদের চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন করিম লাইনম্যান অথবা কাউকে আমি চিনিনা। আইনশৃঙ্খলার বাহিনী কথা বলে যারাই চাঁদা তুলবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অনুসন্ধানে জানা যায় ফুটপাত দখলের চাঁবাজীর পাশাপাশি করিম জাল টাকার ব্যবসা লিপ্ত৷ সে মামলা দীর্ঘদিন জেল খেটে আবারো চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে উঠেন। দোকানে বসিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ার না আর অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৫০ হাজার টাকা জাল নোট নিয়া আটক করিম।বনানী থানা তাং ৯/৩/২১/ মামলার নং ১৩।

গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এর চিত্র

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দ। গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সর্বস্তরের মানুষের আনাগোনা, ব্যবসা-বাণিজ্যের আসে মানুষের বিদেশে ইত্যাদি। রাত দিন ২৪ ঘন্টা ব্যস্ত নগরী। বিদেশে গমন করার জন্য প্রতিদিন জড়ো হয়। বাংলাদেশের আর্ন্তজাতিক বিমান বন্দর হযরত শাহ- জালাল বিমান বন্দর এলাকায়। আর্ন্তজাতিক বিমান বন্দর হিসেবে সম্পূর্র্ণ এলাকাটি কেমন থাকা উচিৎ? অবশ্য উত্তম সচেতন। নিরাপত্তার ভিতরে, সু-সৃঙ্খল শ্রেণি বিন্যাসে সৌন্দর্যে মন্ডিত হয়ে অপূর্ব পসড়া সাজিয়ে প্রথম মানের থাকা উচিৎ দোকান, আবাসিক হোটেল, মানসম্মত খাবারের দোকান, পর্যাপ্ত সিসি ক্যামেরার আওতায় থাকবে বিমান বন্দরের চারপাশের তিন চার কিলোমিটার এলাকা নিয়ে।

একটি ইনসেনটিভ কেয়ার ইউনিট পরিবেশ থাকা আবশ্যক। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এই পথেই বিদেশ সফরে যায়। বিদেশ থেকে আসে, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গরাও। ডমেসটিক এবং ইন্টারন্যাশনাল প্যাসেনজারের সুবিধার জন্য পার্কিং এ রাখা ড্রাইভার এবং গাড়ির সু-নির্দিষ্ট কোন তালিকা নেই। সরেজমিনে জরিপ করে দেখা যায় দখল আর বখরাবাজি কবলিত বিমান বন্দর এলাকা মাকড়সার জালের মত গাপটি মেরে বসে নানান রকমের ব্যবসা নিয়ে ব্যস্ত। গাড়ি দোকানপাট দখল করে বসে আছে। গ্রামাঞ্চলের হাটবাজারে পরিনত হয়েছে। বিমান বন্দরের প্রবেশ মুখ থেকে হাজ্বী ক্যাম্প, এ পি বি এন হেড কোয়াটার থেকে বিমান বন্দর রেল স্টেশন পর্যন্ত প্রায় এক বর্গ কিলোমিটার এলাকায় তিল পরিমাণ ঠাই নেই ২৪ ঘন্টাই যেন মনে হয় মেলা চলছে। বিমানবন্দর রেল স্টেশনের পার্কিং এমনভাবে দখল করেছে মনে হয় এদের বাপ-দাদার সম্পত্তি। সেখানকার প্রধান রাস্তা ও অলি-গলি বাস ষ্টান্ড, কার পার্কিং সব কিছুই জবর দখল করে বসানো হয়েছে বাজার। রাস্তার ফুটপাতের প্রতি ইঞ্চি জায়গায় স্থায়ী-অস্থায়ী দোকান-পাটে ঠাশা। বিমান বন্দর রেল স্টেশনের বিভিন্ন পয়েট।

এখন কয়েকশত দোকান-পাটের জমজমাট মার্কেট। রেল লাইনের কোনায় কোনায় ঝুপড়ি বস্তির দোকান-পাট। সবজি আর মাছের বাজার বসানোর ফলে স্টেশনে বহিরা গমন রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দুপুর গড়ালে বিমান বন্দর মোড় ক্রেতা-বিক্রেতার ও পথচারীর ভিড়-ভাড়াক্কায় স্বাশ রুধ্রকার হয়ে উঠে। তখন আশকোনা হজ্ব ক্যাম্প রোড ও বিমান বন্দর রেল ষ্টেশন মুখে যান-বাহন চলাচলতো দূরের কথা হেটে চলাচল করাই কঠিন। দেশের প্রধান আর্ন্তজাতিক বিমান বন্দরের মতো স্পর্শকাতর এলাকায় এই জঘন্যতম অবস্থার প্রতিকারও কারার মত কেউ নেই।

সরেজমিনে অনুসন্ধানকালে জানা গেছে দৈনিক তিন থেকে চার লক্ষাধিক টাকার লেনদেন হয়। বিমান বন্দরের প্রবেশ মুখ থেকে হজ্ব ক্যাম্প পর্যন্ত রাস্তার দু-পাশ ঘিরে বাজার বসিয়ে রেলওয়ে বক্স ও পুলিশ বক্সের নামে চলছে চাঁদাবাজির মহাউৎসব। চলছে দখল-বদেখলের প্রতিযোগীতা।

জানা যায় রেলওয়ে এলাকায় অবৈধ দোকান পাট থেকে চাঁদার টাকা হাতিয়ে নেন জি. আর. পি. বক্স ও আর.এন.বি’র কিছু অসাধু কর্মকর্তা। লাইনম্যান সজীব কাছে মোবাইল ফোনে ফুটপাত দখলের বিষয় জানতে চাইলে লাইন সজিব, এ বিষয়ে সংবাদ কর্মীকে বলেন ফাঁড়ি ইনচার্জ শফিক স্যার ও কামরুল স্যারের সাথে কথা বলুন।

তিনি যা বলবেন সেভাবে কাজ করা হবে। লাইনম্যানসহ ফুটপাত ব্যবসায়ীদের বাড়িতে ফাড়িতে নিয়ে মামলার ভয়ও টর্চারিং ভুক্তভোগী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তীতে সংখ্যায় বিস্তারিত আসছে চলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

ফুটপাথ দখল করে লক্ষ টাকার বাণিজ্য দায়িত্বশীল কর্মকর্তাদের চোখে কাঠের চশমা

আপডেট সময় ০৭:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

রাজধানীতে ফুটপাত দখল করে চলছে রমরমা বাণিজ্য। শুধু হকার নয়, সরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দখলেও রয়েছে রাজধানীর ফুটপাত। ফলে রাস্তায় চলতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন পথচারীরা। ফুটপাত দখলমুক্ত রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি বলে মত দিয়েছেন নগরবিদরা।

রাজধানীর এয়ারপোর্ট,গুলশান, বনানী, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, মিরপুর, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দীর্ঘদিন ধরেই ফুটপাথ দখল করে হকাররা চালিয়ে যাচ্ছেন ব্যবসা। ফুটপাত! পায়ে চলার পথ। অথচ এই পথের অনেকটাই রয়েছে বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের দখলে। এমনিতেই গাড়ির চাপ তার ওপর ফুটপাত দখল। দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযানে কাজ হচ্ছে না। তাই ঝুঁকি নিয়েই রাস্তার চলাচল করেন পথচারীরা।

অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজন রাজনীতিবিদ ফুটপাত দখল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ চাঁদা টাকা দিতে অস্বীকার করলে তাকে মিথ্যা ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে লাইনম্যানদের বিরুদ্ধে। ক্ষমতা প্রভাব দলীয় ক্যাডার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশাসনের হাতেগোনা কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে লাইনম্যানের কথামতো চলার অভিযোগ উঠেছে। অভিযানের নামে চাঁদাবাজির মাত্রাদিগুণ। ভুক্তভোগীরা বলেন আমরা যাব কোথায়? হকারদের বোবা কান্না কেউ বুঝে না।নামে পুলিশের অভিযান চাঁদা টাকা মাফ নেই। হকারদের মরার উপরে খারার ঘা। লাইনম্যানদের নিষ্ঠুর অত্যাচার সারাদিন ক্লান্তময় পরিশ্রম করে যে টাকাটি ব্যবসা হয়। অর্থাৎ বড় বাবুদের সম্মানী হিসেবে দোকান প্রতি ৬০০/৫০০ /টাকা চাঁদা দিতে হচ্ছে।

প্রতিবেদকের অনুসন্ধানে দেখা যায়, বনানী ভার্সিটি গল্লি এবং স্বপ্ন এ দুটি জায়গা যেন সোনার হরিণ। প্রতিদিন দোকান থেকে ১২ শত টাকা ও ১ হাজার টাকা করে ভাড়া নিচ্ছে লাইম্যান আব্দুল করিম, বিল্লাল,। বনানী পোস্ট অফিস, ইকবাল টাওয়ার, বিকেতন স্কুল, সৈনিক ক্লাব,চেয়ারম্যান বাড়ি, কবরস্থান রোড, স্বপ্ন রাস্তা, কাউন্সিল অফিসের মাঠ।আনুমানিক ৩ শত দোকান নিয়ন্ত্রণ করছেন লাইনম্যান লিডার আব্দুল করিম। কাকুলিতে রাস্তার ফুটপাত সহ ভিক্ষুকের টাকাও নিয়ন্ত্রণ করছেন ঘড়ি জসীম নামে সু পরিচিত।। লুৎফর, মহাখালী জনস্বাস্থ্য মোর, জুতা করিম মহাখালী কাঁচাবাজার ও স্বাস্থ্য অধিদপ্তর সামনে ফুটপাত পরিচালনা করেন।

বিতর্কিত আলোকিত টয়লেট মোমিন মহাখালীতে জোর পূর্বে মাঠ দখল করে রয়েছেন। এবং তিনি বনানী থানা হকার লীগের সভাপতি ও পরিচিতি দেন। যুবলীগ ও আওয়ামীলীগের সিনিয়র কর্মকর্তাদের সাথে তারা নাকি বহু মিল রয়েছেন বলে জানান। অঙ্গ সংগঠনের সকলের সাথে সুসম্পর্ক রেখে ফুটপাত থেকে চাঁদা তুলেন বলে তিনি স্বীকার করেন। চাঁদার টাকা কোথায় কারা নেতৃত্ব বন্টন হয় এ বিষয়ে মুখ খুলতে নারাজ ও বলেন পুলিশ বক্স এ কথা বলুন।

পরবর্তীতে ব্যস্ত হয়ে বলেন আপনি আমার ক্যাশিয়ারের সাথে কথা বলুন। ক্যাশিয়ার কে প্রশ্ন করলে নিজেকে কাউন্সিলর আত্মীয় পরিচয় দিয়ে হুমকি দেন। পাঁচ মিনিট সময় ভিতরে চলে যাওয়ার জন্য বলেন। আমরা কি করছি প্রশাসন দেখব। তারা না চাইলে তো আমরা পারতাম না।

ফুটপাত দখল চাঁদা তোলার বিষয়ে জানতে ফোনে বনানী ফাঁড়ি ইনচার্জ এস আই নাদিম প্রতিবেদকে বলেন ফাঁড়িতে দায়িত্বে আমি নতুন এসেছি হকার ধরে আমরা চালান করছি। আমাদের অভিযান চলমান থাকবে। করিমের, বিল্লাল, জসীম তাদের চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন করিম লাইনম্যান অথবা কাউকে আমি চিনিনা। আইনশৃঙ্খলার বাহিনী কথা বলে যারাই চাঁদা তুলবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অনুসন্ধানে জানা যায় ফুটপাত দখলের চাঁবাজীর পাশাপাশি করিম জাল টাকার ব্যবসা লিপ্ত৷ সে মামলা দীর্ঘদিন জেল খেটে আবারো চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে উঠেন। দোকানে বসিয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ার না আর অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৫০ হাজার টাকা জাল নোট নিয়া আটক করিম।বনানী থানা তাং ৯/৩/২১/ মামলার নং ১৩।

গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট এর চিত্র

বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আন্তর্জাতিক হযরত শাহজালাল বিমানবন্দ। গুরুত্বপূর্ণ এই স্থানটিতে সর্বস্তরের মানুষের আনাগোনা, ব্যবসা-বাণিজ্যের আসে মানুষের বিদেশে ইত্যাদি। রাত দিন ২৪ ঘন্টা ব্যস্ত নগরী। বিদেশে গমন করার জন্য প্রতিদিন জড়ো হয়। বাংলাদেশের আর্ন্তজাতিক বিমান বন্দর হযরত শাহ- জালাল বিমান বন্দর এলাকায়। আর্ন্তজাতিক বিমান বন্দর হিসেবে সম্পূর্র্ণ এলাকাটি কেমন থাকা উচিৎ? অবশ্য উত্তম সচেতন। নিরাপত্তার ভিতরে, সু-সৃঙ্খল শ্রেণি বিন্যাসে সৌন্দর্যে মন্ডিত হয়ে অপূর্ব পসড়া সাজিয়ে প্রথম মানের থাকা উচিৎ দোকান, আবাসিক হোটেল, মানসম্মত খাবারের দোকান, পর্যাপ্ত সিসি ক্যামেরার আওতায় থাকবে বিমান বন্দরের চারপাশের তিন চার কিলোমিটার এলাকা নিয়ে।

একটি ইনসেনটিভ কেয়ার ইউনিট পরিবেশ থাকা আবশ্যক। সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এই পথেই বিদেশ সফরে যায়। বিদেশ থেকে আসে, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গরাও। ডমেসটিক এবং ইন্টারন্যাশনাল প্যাসেনজারের সুবিধার জন্য পার্কিং এ রাখা ড্রাইভার এবং গাড়ির সু-নির্দিষ্ট কোন তালিকা নেই। সরেজমিনে জরিপ করে দেখা যায় দখল আর বখরাবাজি কবলিত বিমান বন্দর এলাকা মাকড়সার জালের মত গাপটি মেরে বসে নানান রকমের ব্যবসা নিয়ে ব্যস্ত। গাড়ি দোকানপাট দখল করে বসে আছে। গ্রামাঞ্চলের হাটবাজারে পরিনত হয়েছে। বিমান বন্দরের প্রবেশ মুখ থেকে হাজ্বী ক্যাম্প, এ পি বি এন হেড কোয়াটার থেকে বিমান বন্দর রেল স্টেশন পর্যন্ত প্রায় এক বর্গ কিলোমিটার এলাকায় তিল পরিমাণ ঠাই নেই ২৪ ঘন্টাই যেন মনে হয় মেলা চলছে। বিমানবন্দর রেল স্টেশনের পার্কিং এমনভাবে দখল করেছে মনে হয় এদের বাপ-দাদার সম্পত্তি। সেখানকার প্রধান রাস্তা ও অলি-গলি বাস ষ্টান্ড, কার পার্কিং সব কিছুই জবর দখল করে বসানো হয়েছে বাজার। রাস্তার ফুটপাতের প্রতি ইঞ্চি জায়গায় স্থায়ী-অস্থায়ী দোকান-পাটে ঠাশা। বিমান বন্দর রেল স্টেশনের বিভিন্ন পয়েট।

এখন কয়েকশত দোকান-পাটের জমজমাট মার্কেট। রেল লাইনের কোনায় কোনায় ঝুপড়ি বস্তির দোকান-পাট। সবজি আর মাছের বাজার বসানোর ফলে স্টেশনে বহিরা গমন রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দুপুর গড়ালে বিমান বন্দর মোড় ক্রেতা-বিক্রেতার ও পথচারীর ভিড়-ভাড়াক্কায় স্বাশ রুধ্রকার হয়ে উঠে। তখন আশকোনা হজ্ব ক্যাম্প রোড ও বিমান বন্দর রেল ষ্টেশন মুখে যান-বাহন চলাচলতো দূরের কথা হেটে চলাচল করাই কঠিন। দেশের প্রধান আর্ন্তজাতিক বিমান বন্দরের মতো স্পর্শকাতর এলাকায় এই জঘন্যতম অবস্থার প্রতিকারও কারার মত কেউ নেই।

সরেজমিনে অনুসন্ধানকালে জানা গেছে দৈনিক তিন থেকে চার লক্ষাধিক টাকার লেনদেন হয়। বিমান বন্দরের প্রবেশ মুখ থেকে হজ্ব ক্যাম্প পর্যন্ত রাস্তার দু-পাশ ঘিরে বাজার বসিয়ে রেলওয়ে বক্স ও পুলিশ বক্সের নামে চলছে চাঁদাবাজির মহাউৎসব। চলছে দখল-বদেখলের প্রতিযোগীতা।

জানা যায় রেলওয়ে এলাকায় অবৈধ দোকান পাট থেকে চাঁদার টাকা হাতিয়ে নেন জি. আর. পি. বক্স ও আর.এন.বি’র কিছু অসাধু কর্মকর্তা। লাইনম্যান সজীব কাছে মোবাইল ফোনে ফুটপাত দখলের বিষয় জানতে চাইলে লাইন সজিব, এ বিষয়ে সংবাদ কর্মীকে বলেন ফাঁড়ি ইনচার্জ শফিক স্যার ও কামরুল স্যারের সাথে কথা বলুন।

তিনি যা বলবেন সেভাবে কাজ করা হবে। লাইনম্যানসহ ফুটপাত ব্যবসায়ীদের বাড়িতে ফাড়িতে নিয়ে মামলার ভয়ও টর্চারিং ভুক্তভোগী গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পরবর্তীতে সংখ্যায় বিস্তারিত আসছে চলবে।