নওগাঁ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে গো-খাদ্য সহায়তা প্রদান করা হয়। ৩রা অক্টোবর সোমবার বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার অডিটরিয়ামে সদর উপজেলার প্রায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক খামাড়ীদের মাঝে বিনামূল্যে ২৫ কেজি ওজনের ফিড/গো-খাদ্য বিতরন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণােদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ও গো-খাদ্য বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (রফিক), উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব ফারহানা নাজনীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি কৃষিজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অন্যান্য অতিথিবৃন্দও নওগাঁকে কৃষিজ সম্পদের দিক থেকে সমৃদ্ধ শালী করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মির্জা ইমাম উদ্দিন বলেন, খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণােদনা কর্মসূচির আয়োজন করা হয়েছে তাছাড়া অতি বর্ষায় গো-খাদ্যের অভাব বা সংকটে যেন খামারিরা না পড়েন সেজন্য আমরা আগাম গো-খাদ্য বিতরন করছি। এছাড়াও সদর উপজেলাকে কৃষিজ সম্পদের দিক থেকে সমৃদ্ধশালী করতে বিভিন্ন পদক্ষেপ ও প্রণোদনা দেওয়ার চিন্তা করেছি।