ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ছিলেন আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা: ফখরুল গাজায় প্রবেশের জন্য প্রস্তুত ১ হাজার ৩০০ ত্রাণবাহী ট্রাক মনোহরগঞ্জে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন। আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি বাবলু পন্ডিত – সাধারণ সম্পাদক জহির জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বেলাবোতে বিএনপির শীতবস্ত্র বিতরণ নাগেশ্বরীতে এমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বায়রা সদস্য কল্যাণ পরিষদ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা-২০২৫ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা জনপ্রিয় বিনোদনের স্থান নন্দন পার্ক বন্ধের পথে মালিকপক্ষের দ্বন্দ্বে পবিপ্রবির নির্মাণাধীন হলে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, বটির কোপে আহত ১

স্কুলে যৌন নিপীড়নের অভিযোগ, প্রধান শিক্ষক প্রত্যাহারে আন্দোলন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। এ অভিযোগে ওই প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে তারা।

রোববার (১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে আন্দোলন শুরু করে ছাত্রী ও তাদের অভিভাবকরা। ওই স্কুলের নাম কাপাসঘোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মো. আলা উদ্দিন।

রোববার দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ছাত্রীরা নানা প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সমর্থন দিচ্ছেন অভিভাবকরা। ঘটনাস্থলে পুলিশের একটি টিমও উপস্থিত ছিল। একপর্যায়ে ওই স্কুলের সাবেক কয়েকজন ছাত্রীও আন্দোলনে যোগ দেন। তাদের মধ্যে তানজিনা সুলতানা নামে একজনের সঙ্গে কথা হয়। ২০১৯ সালে স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন।

আন্দোলনরত কয়েকজন অভিভাবক জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কয়েকজন ছাত্রীর সামনে জড়িয়ে ধরেছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণির ছাত্রীদের তিনি কক্ষে ডেকে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। এছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষে পছন্দের এক ছাত্রীর জন্মদিন পালন করার নজির স্থাপন করেছিলেন তিনি। তাছাড়া শিক্ষার্থীদের নারী অভিভাবকদের মাঝেমধ্যে তিনি প্রেমের প্রস্তাবও দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর অভিভাবক, প্রায় সময় ছাত্রীদের ডেকে আলাউদ্দিন গায়ে হাত দেন। বিভিন্ন সময় তাদের অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। একজন অভিভাবক হয়ে এটা মেনে নিতে পারি না। তাই অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি করছি। দশম শ্রেণির ছাত্রী মাহবুবা ইসফা, সম্প্রতি আমাদের প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছেন। আগেও তিনি একই কাজ অনেকবার করেছেন। কিন্তু তার কোনো শাস্তি হয়নি।

এদিকে, দুপুর ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন চসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানান তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনারা প্রত্যাহারের চিঠি হাতে পাবেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম বলেন, যৌন নিপীড়নের অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন ওয়ার্ড কাউন্সিলর এসেছেন। তিনি অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। যৌন নিপীড়নের ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ছিলেন আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা: ফখরুল

স্কুলে যৌন নিপীড়নের অভিযোগ, প্রধান শিক্ষক প্রত্যাহারে আন্দোলন

আপডেট সময় ০৪:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। এ অভিযোগে ওই প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে তারা।

রোববার (১ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে আন্দোলন শুরু করে ছাত্রী ও তাদের অভিভাবকরা। ওই স্কুলের নাম কাপাসঘোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মো. আলা উদ্দিন।

রোববার দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ছাত্রীরা নানা প্ল্যাকার্ড হাতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে সমর্থন দিচ্ছেন অভিভাবকরা। ঘটনাস্থলে পুলিশের একটি টিমও উপস্থিত ছিল। একপর্যায়ে ওই স্কুলের সাবেক কয়েকজন ছাত্রীও আন্দোলনে যোগ দেন। তাদের মধ্যে তানজিনা সুলতানা নামে একজনের সঙ্গে কথা হয়। ২০১৯ সালে স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। বর্তমানে তিনি নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়েন।

আন্দোলনরত কয়েকজন অভিভাবক জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কয়েকজন ছাত্রীর সামনে জড়িয়ে ধরেছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণির ছাত্রীদের তিনি কক্ষে ডেকে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। এছাড়া বিদ্যালয়ের অফিস কক্ষে পছন্দের এক ছাত্রীর জন্মদিন পালন করার নজির স্থাপন করেছিলেন তিনি। তাছাড়া শিক্ষার্থীদের নারী অভিভাবকদের মাঝেমধ্যে তিনি প্রেমের প্রস্তাবও দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর অভিভাবক, প্রায় সময় ছাত্রীদের ডেকে আলাউদ্দিন গায়ে হাত দেন। বিভিন্ন সময় তাদের অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সমাধান হয়নি। একজন অভিভাবক হয়ে এটা মেনে নিতে পারি না। তাই অভিযুক্ত শিক্ষকের বহিষ্কার দাবি করছি। দশম শ্রেণির ছাত্রী মাহবুবা ইসফা, সম্প্রতি আমাদের প্রধান শিক্ষক ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছেন। আগেও তিনি একই কাজ অনেকবার করেছেন। কিন্তু তার কোনো শাস্তি হয়নি।

এদিকে, দুপুর ১২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন চসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানান তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনারা প্রত্যাহারের চিঠি হাতে পাবেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম বলেন, যৌন নিপীড়নের অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন ওয়ার্ড কাউন্সিলর এসেছেন। তিনি অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। যৌন নিপীড়নের ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।