বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের তড়িৎ আইনি সহযোগিতা দিতে রংপুরে উদ্বোধন করা হয়েছে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এই সহায়তা ডেস্ক চালু করা হয়। বিভিন্ন দেশের প্রবাসী সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে সহায়তা ডেস্কের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নুরে আলম মিনা।
এর আগে প্রবাসীদের নানাবিধ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের পথ তৈরি করতে সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। পরিবার-পরিজন রেখে যাওয়া প্রবাসীরা সবসময় আতঙ্কে থাকেন, দুশ্চিন্তায় থাকেন। তাদের জমিজমা সংক্রান্ত, পারিবারিক দ্বন্দ্ব, পরিবারের সদস্যরা ইভটিজিংয়ের শিকার হন। এ ধরনের অভিযোগ আমাদের কাছে প্রায় সময় আসে। এই সহায়তা ডেস্কের মাধ্যমে আমরা এসব সমস্যার সমাধান ও দ্রুত আইনি সহায়তাসহ প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসতে চাই।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আমেনা পারভিন, সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ।