ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড হরতালের নামে বিশৃঙ্খলার চেষ্টা, আ.লীগ নেতা শিকদার গ্রেপ্তার হঠাৎ পদত্যাগ করলেন টাইগারদের সহকারী কোচ দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড মাহফিলে প্রথমবার আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ শিগগিরই আরও ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে ওষুধ-পোশাকসহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টাX তামিমের ফিফটিতে ঢাকাকে সহজেই হারাল বরিশাল অবশেষে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিচ্ছে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়মুখী পাহাড়ি ছাত্র-জনতার মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

মুক্তিযোদ্ধাদের সম্মানে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে ডিএনসিসির আওতাধীন রাস্তাগুলোর নাম মুক্তিযোদ্ধাদের নামে করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, আমাদের এই দেশটি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের জন্যই। তাদেরই যদি সম্মান করতে না পারি তাহলে কীসের সিটি কর্পোরেশন? আমরা যদি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেরাই সম্মান বোধ করব। ডিএনসিসির রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরভবনে একটি রুম বরাদ্দ দেওয়া হচ্ছে। সেখানে কাজে গিয়ে তারা বসতে পারেন। ভোগান্তিহীনভাবে সব কাজ করে করে আনতে পারেন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি।

আতিকুল ইসলাম বলেন, শুধু ১০ বছরের জন্য নয় একজন বীর মুক্তিযোদ্ধার কবর সারাজীবন সংরক্ষণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খরচ ছাড়া ডিএনসিসির আওতাধীন সবগুলো কবরস্থানে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের কবর দেওয়ার ব্যবস্থা করে দেবে ডিএনসিসি।

খাল, ফুটপাত দখল প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই শুধু মুখে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ কথা বলেও আমরা খালের জায়গা দখল করে নিচ্ছি, ফুটপাত দখল করে নিচ্ছি। এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছেন সেই দেশে দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণকে ফিরে দিতে হবে। দখলদারদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব, সেখানে কিন্তু কেউ ছাড় পাবেন না।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।

Tag :

One thought on “মুক্তিযোদ্ধাদের সম্মানে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসে হামলার চেষ্টার দায়ে ভারতীয় নাগরিকের কারাদণ্ড

মুক্তিযোদ্ধাদের সম্মানে রাস্তার নামকরণ করবে ডিএনসিসি

আপডেট সময় ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে ডিএনসিসির আওতাধীন রাস্তাগুলোর নাম মুক্তিযোদ্ধাদের নামে করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, আমাদের এই দেশটি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের জন্যই। তাদেরই যদি সম্মান করতে না পারি তাহলে কীসের সিটি কর্পোরেশন? আমরা যদি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেরাই সম্মান বোধ করব। ডিএনসিসির রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরভবনে একটি রুম বরাদ্দ দেওয়া হচ্ছে। সেখানে কাজে গিয়ে তারা বসতে পারেন। ভোগান্তিহীনভাবে সব কাজ করে করে আনতে পারেন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি।

আতিকুল ইসলাম বলেন, শুধু ১০ বছরের জন্য নয় একজন বীর মুক্তিযোদ্ধার কবর সারাজীবন সংরক্ষণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খরচ ছাড়া ডিএনসিসির আওতাধীন সবগুলো কবরস্থানে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের কবর দেওয়ার ব্যবস্থা করে দেবে ডিএনসিসি।

খাল, ফুটপাত দখল প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই শুধু মুখে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ কথা বলেও আমরা খালের জায়গা দখল করে নিচ্ছি, ফুটপাত দখল করে নিচ্ছি। এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছেন সেই দেশে দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণকে ফিরে দিতে হবে। দখলদারদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব, সেখানে কিন্তু কেউ ছাড় পাবেন না।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।