নওগাঁ সাপাহার প্রেস ক্লাবের উদ্যোগে শত্রু মুক্ত দিন স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টার সময় সাপাহার প্রেস ক্লাব হল রুমে ,ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বেঙ এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর নওগাঁ জেলার সাপাহার উপজেলা বাসীর জন্য এক ভয়াবহ ও শোকাবহ্ দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দিনে সাপাহারকে শত্রু মুক্ত করতে গিয়ে এলাকার ২১বীর মুক্তিযোদ্ধা তাদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই দিনটি স্বরনে রাখতে আজ স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক নাজমুল হক সনি,কার্যকরী সদস্য জুয়েল রহমান ও মরিয়ম বেগম।
প্রেসক্লাবের অন্যতম সদস্য রেজাউল করিম বুলবুল, সাদেক উদ্দিন, আবুল হোসেন, এনামুল হক, রনি, মোমিন খান ও সাংবাদিক মোসফিকাসহ এলাকার অনেক গণ্যমান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। নউক্ত দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপাহার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাদের।