কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন উৎসব বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি পালন করা হয়। নেচে-গেয়ে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিবসটির শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, শতবর্ষের র্যালী, থিমসং, মেধাবী শিক্ষার্থীদের মেডেল প্রদান, অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আসন গ্রহণ, শিক্ষার্থীদের স্মৃতিচারণ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে নবীন-প্রবীনের মিলনমেলা বসে, আনন্দ আড্ডায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠে। বিকালে বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির আহবায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীর। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শতবর্ষ পূর্তি উৎসব এর আয়োজক পর্ষদের যুগ্ম আহবায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (পিআরএল) ড. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মহা-পরিচালক গোলাম সরোয়ার ভূইয়া, চট্রগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের অর্থ কমিটির আহবায়ক মো. সলীম উল্ল্যাহ। অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সচিব মো. আবুল বাশার। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোখলেছুর রহমান, প্রাক্তন শিক্ষক ইঞ্জিনিয়ার আহমদ উল্ল্যাহ, পরে আগত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা।
কুমিল্লা মনোহরগঞ্জে পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন
-
আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
- আপডেট সময় ১২:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ৫৩১ বার পড়া হয়েছে