ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত মাগুরায় বিচার চাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার ঢাকাস্থ্য মুন্সিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পাংশায় বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর লেবুতলা ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল নোয়াখালী বেগমগঞ্জের কাদিরপুরে বিএনপির ইফতার মাহফিল শ্রীপুর গোসিংগা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শরীয়তপুরের জাজিরা দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপু‌রের শিবচরে সেনাবা‌হিনীর মেজর পরিচয়ে চাঁদাবাজী আটক ৩ 

 

মাদারীপু‌রের শিবচ‌রে সেনাবা‌হিনীর মেজর প‌রিচ‌য়ে বি‌ভিন্ন ব‌্যবসায়ীর কা‌ছে টাকা আদায় চ‌ক্রের ৩সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে যৌথবা‌হিনী। এ বিষ‌য়ে শুক্রবার বি‌কে‌লে প্রেস ব্রিফিং ক‌রে‌ছেন এএস‌পি(শিবচর সা‌র্কেল) আজমীর হো‌সেন।

মামলার এজাহা‌র সূ‌ত্রে জানা যায়, গত সোমবার ১০‌ফেব্রুয়ারী শিবচরে হা‌তিরবাগান মা‌ঠের পা‌শে মুদী দোকানদার রেজাউল ইসলাম এর স্ত্রী নাস‌রিন আক্তা‌রের মু‌ঠো‌ফো‌নে ফোন দেয় চক্রটি।
চক্রটি ফোন দি‌য়ে ব‌লে আপনাদের হাতির বাগান মোড়ে যে দোকান‌ সে‌টি সরকারী জায়গায় প‌রে‌ছে। দোকা‌নের টি‌নের সাথে লেগে আর্মির গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। ওই গ্লাস মেরামতের জন্য ভুক্ত‌ভোগী নাস‌রিস আক্তা‌রের কাছে ৩হাজার টাকা চায়, টাকা না দি‌লে বড়ধর‌নের মামল‌া ও হয়রা‌নির ভয় দেখা প্রতারকচক্র। ভ‌য়ে ৩হাজার টাকা নগ‌দে দি‌লে। পরবর্তী‌তে ৪হাজার টাকা চায়। ৪হাজার টাকা দি‌লে। একইভা‌বে ২৫,০০০/-টাকা দাবী ক‌রে। বিষয়‌টি ভুক্ত‌ভোগীর সন্দেহ হলে তি‌নি অত্র এলাকার আর্মি ক্যাম্পে গিয়ে ঘটনা জানালে। অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে পু‌লি‌শ ও সেনাবাহী‌নি যৌথভা‌বে অ‌ভিযান চালায়। প্রায় ৩‌দি‌নের অ‌ভিযান শে‌ষে চ‌ক্রের ৩ সদস‌্যকে গ্রেফতার কর‌তে সক্ষম হয় যৌথবা‌হিনী।

গ্রেফতারকৃতরা হ‌লো-উপ‌জেলার ডি‌সি রোড এলাকার ছিরু শে‌খের ছে‌লে জাহাঙ্গ‌ীর শেখ(৩৫), হাতীরবাগান এলাকার কুদ্দুস শিকদা‌রের ছে‌লে কাওছার শিকদার(২১) ও শংকর মা‌লোর ছে‌লে সিমান্ত মা‌লো(২০)। বৃহস্প‌তিবার রা‌তে তা‌দের আটক দেখা‌নো হয়।

পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধ‌রে চক্রটি শিবচ‌রের বি‌ভিন্ন জনের কা‌ছে সেনাবা‌হিনীর প‌রিচয় দি‌য়ে মোটা অং‌কের টাকা আদায় কর‌তো। তেমনই একজন ভুক্ত‌ভোগীর অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে টানা ৩‌দিন সেনাবা‌হিনী ও পু‌লি‌শের যৌথ অ‌ভিযানে প্রতারক চ‌ক্রের ৩সদস‌্যকে আটক করা হয়। গে‌লো কয়েক মা‌সে ক‌য়েক লাখ টাকা প্রতারনা ক‌রে হা‌তি‌য়ে নেয় চক্রটি। পু‌লিশ আরো জানায়, অ‌ভিনব কৌশ‌লে ভুক্ত‌ভোগী‌কে ফোন দেয় চ‌ক্রটি। ভুক্ত‌ভোগীর বিশ্বাস অর্জনের জন‌্য পু‌লি‌শের গাড়ীর সাইরেন ও ওয়া‌কিট‌কি শব্দ ব‌্যবহার ক‌রে তারা। বড় ধর‌নের মামলা ও হয়রা‌নির ভয় দে‌খি‌য়ে বিকাশ,নগ‌দে টাকা দাবী ক‌রে এই প্রতারক চক্র।

এএস‌পি(শিবচর সা‌র্কেল) আজ‌মীর হো‌সেন ব‌লেন, গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে প্রতারনা মামলা দা‌য়ের করা হ‌য়েছে। আরো সদস‌্য এ কা‌জে জ‌ড়িত র‌য়ে‌ছে কিনা তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

মাদারীপু‌রের শিবচরে সেনাবা‌হিনীর মেজর পরিচয়ে চাঁদাবাজী আটক ৩ 

আপডেট সময় ১১:৫২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

 

মাদারীপু‌রের শিবচ‌রে সেনাবা‌হিনীর মেজর প‌রিচ‌য়ে বি‌ভিন্ন ব‌্যবসায়ীর কা‌ছে টাকা আদায় চ‌ক্রের ৩সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে যৌথবা‌হিনী। এ বিষ‌য়ে শুক্রবার বি‌কে‌লে প্রেস ব্রিফিং ক‌রে‌ছেন এএস‌পি(শিবচর সা‌র্কেল) আজমীর হো‌সেন।

মামলার এজাহা‌র সূ‌ত্রে জানা যায়, গত সোমবার ১০‌ফেব্রুয়ারী শিবচরে হা‌তিরবাগান মা‌ঠের পা‌শে মুদী দোকানদার রেজাউল ইসলাম এর স্ত্রী নাস‌রিন আক্তা‌রের মু‌ঠো‌ফো‌নে ফোন দেয় চক্রটি।
চক্রটি ফোন দি‌য়ে ব‌লে আপনাদের হাতির বাগান মোড়ে যে দোকান‌ সে‌টি সরকারী জায়গায় প‌রে‌ছে। দোকা‌নের টি‌নের সাথে লেগে আর্মির গাড়ীর সামনের গ্লাস ভেঙ্গে গেছে। ওই গ্লাস মেরামতের জন্য ভুক্ত‌ভোগী নাস‌রিস আক্তা‌রের কাছে ৩হাজার টাকা চায়, টাকা না দি‌লে বড়ধর‌নের মামল‌া ও হয়রা‌নির ভয় দেখা প্রতারকচক্র। ভ‌য়ে ৩হাজার টাকা নগ‌দে দি‌লে। পরবর্তী‌তে ৪হাজার টাকা চায়। ৪হাজার টাকা দি‌লে। একইভা‌বে ২৫,০০০/-টাকা দাবী ক‌রে। বিষয়‌টি ভুক্ত‌ভোগীর সন্দেহ হলে তি‌নি অত্র এলাকার আর্মি ক্যাম্পে গিয়ে ঘটনা জানালে। অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে পু‌লি‌শ ও সেনাবাহী‌নি যৌথভা‌বে অ‌ভিযান চালায়। প্রায় ৩‌দি‌নের অ‌ভিযান শে‌ষে চ‌ক্রের ৩ সদস‌্যকে গ্রেফতার কর‌তে সক্ষম হয় যৌথবা‌হিনী।

গ্রেফতারকৃতরা হ‌লো-উপ‌জেলার ডি‌সি রোড এলাকার ছিরু শে‌খের ছে‌লে জাহাঙ্গ‌ীর শেখ(৩৫), হাতীরবাগান এলাকার কুদ্দুস শিকদা‌রের ছে‌লে কাওছার শিকদার(২১) ও শংকর মা‌লোর ছে‌লে সিমান্ত মা‌লো(২০)। বৃহস্প‌তিবার রা‌তে তা‌দের আটক দেখা‌নো হয়।

পু‌লিশ জানায়, দীর্ঘদিন ধ‌রে চক্রটি শিবচ‌রের বি‌ভিন্ন জনের কা‌ছে সেনাবা‌হিনীর প‌রিচয় দি‌য়ে মোটা অং‌কের টাকা আদায় কর‌তো। তেমনই একজন ভুক্ত‌ভোগীর অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে টানা ৩‌দিন সেনাবা‌হিনী ও পু‌লি‌শের যৌথ অ‌ভিযানে প্রতারক চ‌ক্রের ৩সদস‌্যকে আটক করা হয়। গে‌লো কয়েক মা‌সে ক‌য়েক লাখ টাকা প্রতারনা ক‌রে হা‌তি‌য়ে নেয় চক্রটি। পু‌লিশ আরো জানায়, অ‌ভিনব কৌশ‌লে ভুক্ত‌ভোগী‌কে ফোন দেয় চ‌ক্রটি। ভুক্ত‌ভোগীর বিশ্বাস অর্জনের জন‌্য পু‌লি‌শের গাড়ীর সাইরেন ও ওয়া‌কিট‌কি শব্দ ব‌্যবহার ক‌রে তারা। বড় ধর‌নের মামলা ও হয়রা‌নির ভয় দে‌খি‌য়ে বিকাশ,নগ‌দে টাকা দাবী ক‌রে এই প্রতারক চক্র।

এএস‌পি(শিবচর সা‌র্কেল) আজ‌মীর হো‌সেন ব‌লেন, গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে প্রতারনা মামলা দা‌য়ের করা হ‌য়েছে। আরো সদস‌্য এ কা‌জে জ‌ড়িত র‌য়ে‌ছে কিনা তা খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।