ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর, তত্ত্বাবধানে, এসআই নাজমুল এর নেতৃত্বে একটি চৌকস টিম ১৩/০২/২০২৫ তারিখ ভোলারি বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ও লালমোহন উপজেলায় অভিযান পরিচালনা করে ভূয়া ম্যাজিস্ট্রেট প্রতারক চক্রে ৩ জনকে আটক করেন ডিবি পুলিশ।
প্রতারক চক্রের ভূয়া ম্যাজিস্ট্রেটি ১। আফরান শুভ (২২), পিতা-মোঃ কবির, সাং-চরগোয়ালিয়া ৪নং ওয়ার্ড, থানা-মনপুরা,
২। মোঃ হারুন অর রশিদ (৪৩), (আনসারের পিসি, যাহার নম্বর-৬৭৬২), পিতা-মৃত আঃ রব হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন ও
৩। মোঃ বাবুল হাওলাদার (৩০), পিতা-মোঃ নাছির হাওলাদার, সাং-হাসাননগর ৭নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, বোরহানউদ্দিন ও লালমোহন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় এসআই নাজমুল হাসানসহ একটি চৌকশ টিম ।
আসামীদের হেফাজত থেকে ভূয়া পরিচয়পত্র, ভূয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভূয়া বাজার মনিটরিং অনুমতি পত্রসহ অপরাধ কার্যে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
উল্লেখ্য – গত তিনদিন আগে ভূয়া ম্যাজিস্ট্রেট সেজে আরমান শুভ হাসান নগর ইউনিয়নের চেয়ারম্যান বাজারে দোকানে অভিযানে পরিচালনা করে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। ওই সময় আনসার সদস্য হারুন অর রশীদ ও গাড়ির ড্রাইভার বাবুল হাওলাদার সহযোগী হিসেবে সহযোগিতা করেন।