ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ভাবে গোয়াইনঘাট নদীর পার থেকে গড়ে তোলা হচ্ছে ভবন জুলাই অভ্যুত্থানে শাহবাগের সবচেয়ে বড় মিছিল ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের – বাকের সাদ্দাম-ইনানসহ ঢাবি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ জন বহিষ্কার জাবির ৬ নং ছাত্র হল প্রশাসনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জবির দুই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করল ঢাবি কুবিতে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গফরগাঁয়ে মাটিকাটা নিয়ে যুবদলের দুই গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১ একাত্তরে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতা পাইনি -আমির ডা. তাহের নারায়ণগঞ্জে মাদক নিয়ন্ত্রন কর্মকর্তাদের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা কেশবপুর খ্রিস্টান মিশন থেকে তিন পাহাড়ি মেয়েকে উদ্ধার করেছে সেনাবাহিনী 

গৃহকর্মীদের জন্য পরিষেবা খাত সুযোগ ও সেবা গ্রহণে চ্যালেঞ্জ

  • এসইউ প্রতিনিধি:
  • আপডেট সময় ১০:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৫৮ বার পড়া হয়েছে

গৃহকর্মীদের সেবা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসকে পরিচালিত সুনীতি প্রকল্পের উদ্যোগে আজ ১৩ই ফেব্রুয়ারী ঢাকার মোহাম্মদপুর হুমায়ুনরোড় ডিনেট কনফারেন্স হলে গৃহকর্মীদের জন্য সরকারি ও বেসরকারি সেবা খাত সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল গৃহকর্মীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর আলোচনা করা।
এতে উপস্থিত ছিলেন গৃহকর্মী, সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ এবং ডিএসকের প্রতিনিধিগণ। সভার উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শঙ্করচন্দ্র অধিকারী। পরবর্তীতে, সেবা খাতের তালিকা ও সেবা সম্পর্কিত বিস্তারিত উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের ফ্যাসিলিটেটর রাসেল আহমেদ সজীব।

লেবার ইন্সপেক্টর মোঃ মাসুম বিল্লাহ গৃহকর্মীদের কাজের অধিকার নিয়ে আলোচনা করেন এবং নিয়োগকারী ও সাপোর্ট সার্ভিসের লোকদের মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গৃহকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
মোহাম্মদপুর থানার ওসি মমতাজ সভায় উপস্থিত গৃহকর্মীদের জন্য থানায় অভিযোগ করার প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সমস্যার সমাধানের পরামর্শ দেন। তিনি বলেন, থানায় শুধু অভিযোগ গ্রহণই করা হয় না, বরং দুই পক্ষকে ডেকে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।

এছাড়াও, রাসেল আহমেদ সজীব সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা সেবা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং চিকিৎসা সেবা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। তিনি অসচ্ছল নারীদের জন্য কীভাবে সাহায্য পাওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান ফায়ার সার্ভিসের সেবা সম্পর্কিত ধারণা প্রদান করেন এবং সেবা প্রাপ্তিতে আসা চ্যালেঞ্জগুলোর বিষয়ে সমাধান প্রদান করেন।

গৃহকর্মী অধিকার নেটওয়ার্কের প্রতিনিধি অনুষ্ঠানের আয়োজনের জন্য ডিএসকেকে ধন্যবাদ জানান এবং আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি সম্পর্কিত চলমান সংস্কার কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শীঘ্রই শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি ঘটবে।

এ ধরনের উদ্যোগ গৃহকর্মীদের অধিকার ও সেবা বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ভাবে গোয়াইনঘাট নদীর পার থেকে গড়ে তোলা হচ্ছে ভবন

গৃহকর্মীদের জন্য পরিষেবা খাত সুযোগ ও সেবা গ্রহণে চ্যালেঞ্জ

আপডেট সময় ১০:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

গৃহকর্মীদের সেবা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএসকে পরিচালিত সুনীতি প্রকল্পের উদ্যোগে আজ ১৩ই ফেব্রুয়ারী ঢাকার মোহাম্মদপুর হুমায়ুনরোড় ডিনেট কনফারেন্স হলে গৃহকর্মীদের জন্য সরকারি ও বেসরকারি সেবা খাত সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল গৃহকর্মীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর আলোচনা করা।
এতে উপস্থিত ছিলেন গৃহকর্মী, সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংবাদিকবৃন্দ এবং ডিএসকের প্রতিনিধিগণ। সভার উদ্বোধনী বক্তব্য উপস্থাপন করেন সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা শঙ্করচন্দ্র অধিকারী। পরবর্তীতে, সেবা খাতের তালিকা ও সেবা সম্পর্কিত বিস্তারিত উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের ফ্যাসিলিটেটর রাসেল আহমেদ সজীব।

লেবার ইন্সপেক্টর মোঃ মাসুম বিল্লাহ গৃহকর্মীদের কাজের অধিকার নিয়ে আলোচনা করেন এবং নিয়োগকারী ও সাপোর্ট সার্ভিসের লোকদের মানসিকতা পরিবর্তন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গৃহকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
মোহাম্মদপুর থানার ওসি মমতাজ সভায় উপস্থিত গৃহকর্মীদের জন্য থানায় অভিযোগ করার প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সমস্যার সমাধানের পরামর্শ দেন। তিনি বলেন, থানায় শুধু অভিযোগ গ্রহণই করা হয় না, বরং দুই পক্ষকে ডেকে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়।

এছাড়াও, রাসেল আহমেদ সজীব সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা সেবা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং চিকিৎসা সেবা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। তিনি অসচ্ছল নারীদের জন্য কীভাবে সাহায্য পাওয়া যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।
ফায়ার সার্ভিস মোহাম্মদপুর স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান ফায়ার সার্ভিসের সেবা সম্পর্কিত ধারণা প্রদান করেন এবং সেবা প্রাপ্তিতে আসা চ্যালেঞ্জগুলোর বিষয়ে সমাধান প্রদান করেন।

গৃহকর্মী অধিকার নেটওয়ার্কের প্রতিনিধি অনুষ্ঠানের আয়োজনের জন্য ডিএসকেকে ধন্যবাদ জানান এবং আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি সম্পর্কিত চলমান সংস্কার কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শীঘ্রই শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি ঘটবে।

এ ধরনের উদ্যোগ গৃহকর্মীদের অধিকার ও সেবা বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।