জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলতেছে । ভর্তি পরীক্ষা চলাকালীন ৭ মিনিট আগে ভুল কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীকে বাইকের মাধ্যমে কেন্দ্রে দিয়ে আছেন সাংবাদিক ওসমান সরদার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ৪.৪০ ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)-এর ৬ষ্ঠ শিফটের পরীক্ষা শুরু হবে। ঠিক এমন মুহুর্তে ৪.৩৩ টায় কলা অনুষদের সামনে অশ্রুময় অবস্থায় দাড়িয়ে ছিল এক ভর্তি পরীক্ষা।পরীক্ষা শুরু হতে বাকী আর ৭ মিনিট, এই সময়ে যেতে হবে জাবি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
এমন সময় ঘটনা স্থানে উপস্থিত ছিলেন দায়িত্বরত সাংবাদিক যায়যায়দিন দিনের ক্যাম্পাস প্রতিনিধি ওসমান সরদার। বাইকে করে পরিক্ষার্থীকে পৌঁছে দেন সঠিক কেন্দ্রে। সময় মতো পরিক্ষা হলে যেতে পেরে স্বপ্নপূরণের জন্য পরিক্ষায় বসতে পারলেন পরিক্ষার্থী। এভাবেই মানবতার পরিচয় দিলেন সাংবাদিক ওসমান। তৎক্ষনাৎ ঐ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অশ্রুসিক্ত কন্ঠে ধন্যবাদ জ্ঞাপন করেন।