ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

কোর্তোয়ার বীরত্বে ম্লান কানাডার চমক

পুরো ম্যাচজুড়েই দুর্দান্ত খেলেছে কানাডা। র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামের বিপক্ষে একের পর এক আক্রমণ করে রীতিমতো চমকে দিয়েছে দলটি। কিন্তু সেই দলটাকেই শেষমেষ হার মানতে হয়েছে এক গোলের ব্যবধানে। কারণ গোলমুখে বেলজিয়ামের এক নায়ক ছিলেন অপ্রতিরোধ্য। 

থিবো কোর্তোয়া, বেলজিয়ামের এ গোলরক্ষক ক্লাব পর্যায়ে খেলেন স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে। গত মৌসুমেই তার দলকে জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা। অবশ্য স্বীকৃতিও মিলেছে তার, বছর না ঘুরতেই তার হাতে উঠেছে সেরা গোলরক্ষকের পুরষ্কার। ক্লাব পর্যায়ে দুর্দান্ত উড়ন্ত ফর্মে থাকা এ গোলরক্ষক এবার জাতীয় দলের হয়েও দেখালেন সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ, লজ্জাজনক হারের মুখ থেকে বাঁচিয়ে দলকে এনে দিলেন জয়ের স্বাদ।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে কানাডা। বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ব্যাপক এগিয়ে ছিল জন হের্ডম্যানের শিষ্যরা। শুধু তাই নয়, প্রথম বিশ মিনিট একের পর এক আক্রমণে বেলজিয়াম রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছিল আমেরিকার দলটি। পুরো ম্যাচজুড়েই ছিল তার রেশ। তবুও একটি গোল আদায় করতে পারেনি আমেরিকার দলটি। বলতে গেলে এই কৃতিত্ব পুরোটাই কোর্তোয়ার।

ভালো খেলার ফলস্বরূপ ম্যাচের দশম মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ পেয়ে যায় কানাডা। কারাসকোর করা হ্যান্ডবল রেফারি্র চোখ এড়িয়ে গেলেও ভিএআর দেয় পেনাল্টি। কিন্তু আলফানসো ডেভিসের স্পটকিক বাঁ দিকে লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। নিশ্চিত গোলের সুযোগ হারায় কানাডা। আমেরিকার দলটি এরপরও সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা। কিন্তু ফিনিশিংয়ের অভাব আর কোর্তোয়ার দেয়াল একটি সম্ভাবনাকেও বাস্তবে রূপ দিতে দেয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

কোর্তোয়ার বীরত্বে ম্লান কানাডার চমক

আপডেট সময় ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২

পুরো ম্যাচজুড়েই দুর্দান্ত খেলেছে কানাডা। র‍্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা বেলজিয়ামের বিপক্ষে একের পর এক আক্রমণ করে রীতিমতো চমকে দিয়েছে দলটি। কিন্তু সেই দলটাকেই শেষমেষ হার মানতে হয়েছে এক গোলের ব্যবধানে। কারণ গোলমুখে বেলজিয়ামের এক নায়ক ছিলেন অপ্রতিরোধ্য। 

থিবো কোর্তোয়া, বেলজিয়ামের এ গোলরক্ষক ক্লাব পর্যায়ে খেলেন স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে। গত মৌসুমেই তার দলকে জিতিয়েছেন ইউরোপ সেরার শিরোপা। অবশ্য স্বীকৃতিও মিলেছে তার, বছর না ঘুরতেই তার হাতে উঠেছে সেরা গোলরক্ষকের পুরষ্কার। ক্লাব পর্যায়ে দুর্দান্ত উড়ন্ত ফর্মে থাকা এ গোলরক্ষক এবার জাতীয় দলের হয়েও দেখালেন সর্বোচ্চ পর্যায়ের প্রতিরোধ, লজ্জাজনক হারের মুখ থেকে বাঁচিয়ে দলকে এনে দিলেন জয়ের স্বাদ।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলেছে কানাডা। বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে ব্যাপক এগিয়ে ছিল জন হের্ডম্যানের শিষ্যরা। শুধু তাই নয়, প্রথম বিশ মিনিট একের পর এক আক্রমণে বেলজিয়াম রক্ষণে রীতিমতো ভীতি ছড়াচ্ছিল আমেরিকার দলটি। পুরো ম্যাচজুড়েই ছিল তার রেশ। তবুও একটি গোল আদায় করতে পারেনি আমেরিকার দলটি। বলতে গেলে এই কৃতিত্ব পুরোটাই কোর্তোয়ার।

ভালো খেলার ফলস্বরূপ ম্যাচের দশম মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ পেয়ে যায় কানাডা। কারাসকোর করা হ্যান্ডবল রেফারি্র চোখ এড়িয়ে গেলেও ভিএআর দেয় পেনাল্টি। কিন্তু আলফানসো ডেভিসের স্পটকিক বাঁ দিকে লাফিয়ে পড়ে ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া। নিশ্চিত গোলের সুযোগ হারায় কানাডা। আমেরিকার দলটি এরপরও সুযোগ পেয়েছিল বেশ কয়েকটা। কিন্তু ফিনিশিংয়ের অভাব আর কোর্তোয়ার দেয়াল একটি সম্ভাবনাকেও বাস্তবে রূপ দিতে দেয়নি।