ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান জাবিতে ছাত্রদলের দুগ্রুপে উত্তেজনা, বোমাসদৃশ বস্তু উদ্ধার পরকীয়ার জেরে স্বামী খুন, স্ত্রী প্রেমিকসহ ৩ জনের ফাঁসি নিটওয়্যার উদ্ভাবন ও সহযোগিতায় সিজিং ‘বাংলাদেশ নাইট’ ১১১ নারীকে ধর্ষণ–যৌন নিপীড়নে অভিযুক্ত ধনকুবের ফায়েদ ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান

নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেছেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি সবাইকে গুজবের প্রতি কান না দেওয়ার এবং অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, যতদিন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তবে দেশের মানুষ বিপদে পড়বে। এজন্য আমাদের সরকারকে শক্তিশালী করতে হবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে। তিনি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, ঐতিহ্য এবং জীবনধারা রক্ষায় সরকার বদ্ধপরিকর। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যদি কেউ উদ্বিগ্ন হয়ে পড়ে বা সাহায্য প্রয়োজন মনে করেন, তাহলে প্রশাসনকে জানালে একত্রিতভাবে সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এইচএম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ, পূজা উদযাপন পরিষদের রানীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্ত প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে সহযোগিতা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে

গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান

আপডেট সময় ০৭:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নওগাঁ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল বলেছেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি সবাইকে গুজবের প্রতি কান না দেওয়ার এবং অস্থিরতা সৃষ্টি না করার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা পুনর্মিলনী উপলক্ষে মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, যতদিন পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তবে দেশের মানুষ বিপদে পড়বে। এজন্য আমাদের সরকারকে শক্তিশালী করতে হবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে হবে। তিনি সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলেন।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, ঐতিহ্য এবং জীবনধারা রক্ষায় সরকার বদ্ধপরিকর। প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যদি কেউ উদ্বিগ্ন হয়ে পড়ে বা সাহায্য প্রয়োজন মনে করেন, তাহলে প্রশাসনকে জানালে একত্রিতভাবে সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈকত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এইচএম এরফান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ, পূজা উদযাপন পরিষদের রানীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্ত প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ ও ১১টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে সহযোগিতা করায় প্রশাসনকে ধন্যবাদ জানান।