চলতি মৌসুমে জাতীয় ফুটবল দলে আবার ডাক ফেল কক্সবাজারের তিন কৃতি সন্তান ইব্রাহিম,সুশান্ত ও জিকু।
তারা তিনজনেই কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতি সন্তান।
দুরন্ত বালক ইব্রাহিম অত্র ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।আর সুশান্ত ত্রিপুরা তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। গোলবারের অতন্ত্র প্রহরী বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকু একই ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।
মোহাম্মদ ইব্রাহিম ঢাকা আবহানী, সুশান্ত ত্রিপুরা ব্রাদার্স ইউনিয়ন, ও আনিসুর রহমান জিকু বসুন্ধরা কিংসের পেশাদার পেশাদার খেলোয়াড় বলে জানা যায়।
ক্লাব পর্যায়ে ভালো ফর্মে থাকার কারণে এই সাফল্য অর্জন করল । তারা তিনজনই বর্তমান সময়ে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে জাতীয় দলে ডাক পেল।