সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসন সংলগ্ন গোয়াইন নদীর গোয়াইনঘাটসেতুু ও বধ্যভূমির নীচথেকে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বিকলে ৩ টা থেকে দেড় ঘন্টা ব্যাপী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)মো: সাইদুল ইসলাম।অভিযানে স্পটে নামতেই অনেকেই দৌড়ে পালিয়ে যায়। অসংখ্য বড় ব ড় বালুর স্তুপ আর সেতু, বধ্যভূমির নিকটে গর্ত দেখে নিজেই বিস্মিত হন অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা ।পূর্নানগর গ্রামেরএকটি চক্র দিনের বেলায় শ্রমিক দিয়ে বালু সংগ্রহ করে আর রাতে বিক্রি করে। শ্রমিকরা কয়েকজনের নামও বলেছেন।আবার গ্রামের কয়েকজন বলেন আমাদের বাড়ির কাজের জন্য এক টুকরী বালু আনতে পারি না ওরা বাধা দেয়, আবার তারা তুলে বিক্রি করেন। প্রশাসন ইতিপূর্বেও অভিযান করে সতর্ক করলেুও বালু খেকো চক্র নির্দেশ কর্ণপাত করেনি। অভিযানের শেষ পর্যায়ে মেম্বার লুৎফুর রহমান,মাসুক আহমদসহ গ্রামের কিছু লোক উপস্থিত হলে ভবিষ্যতে আর বালু উত্তোলন হবেনা বলে মোচলেখা দেন এবং সংগ্রহকৃত বালু ব্রীজের পিলারের গর্তসহ নদীতে ফেলার ওয়াদা করেন। এ সময় প্রশান আর বালু উত্তোলন করলে কঠুর ব্যবস্হা গ্রহন করবেন বলে সতর্ক করে দেন। এ সময় স্হানীয় সংবাদ কর্মীরাও উপস্হিত ছিলেন। ছবিঃঅবৈধভাবে বালু উত্তোলনে গোয়াইন সেতু ও বধ্যভূমি এলাকায় অভিযান।
অবৈধভাবে বালু উত্তোলনে গোয়াইন ঘাটসেতু ও বধ্যভূমি এলাকায় অভিযান
-
ইমরান আহমদ
- আপডেট সময় ১২:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৫৫৪ বার পড়া হয়েছে