বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের একই গ্রামে ৬০ বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে এক সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে।
এই ঘটনায় (১২ ই মার্চ) ওই শিশুটির বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেছেন।এর আগে মঙ্গলবার ( ১১ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
মামলা সূত্রের জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে সাত বছরের মেয়েকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বুধই শেখ (৬০) নামের এক বৃদ্ধ। তখন ওই বাচ্চাটির চিৎকার আশপাশের লোকজন শুনতে পেয়ে কটা ছেলে গিলে বুধই শেখ পালিয়ে যান।
এ ব্যাপারে সাতৈর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ শাহিন মোল্লা জানান বুধই শেখ এক জন লম্পট প্রকৃতির লোক। তিনি এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন। তবে তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বারবার অপরাধ করেও পার পেয়ে যায়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ঔ মাহমুদুল হাসান বলেন ধর্ষণের চেষ্টা অভিযোগে বুধই শেখ সহ চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগের ভিত্তিতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ আসামিদের ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।