ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের আয়োজিত আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ ৫ই ফেব্রুয়ারি,বুধবার শ্বাসরুদ্ধকর এই ফাইনালে মুখোমুখি হয় অ্যাকাউন্টিং স্ট্রাইকার ও অ্যাকাউন্টিং উইজার্ড।
প্রথমে ব্যাট করতে নেমে অ্যাকাউন্টিং উইজার্ড নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অ্যাকাউন্টিং স্ট্রাইকার ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইব্রাহিম। তিনি ৩ ওভারে ১৪ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন এবং ব্যাট হাতে ৩৮ রান করেন। তার অসাধারণ পারফরম্যান্সই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী সোয়েব, সিজান, মেহেরাজ, আসিফ ও জিহাদ।
উক্ত ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিব হাওলাদার সিহাব ও ফাজলে হাসান নিওন। তাদের উপস্থিতি টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে।
টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা মনে করেন।