ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এয়াতিমখানা, হেফ্জ মাদ্রাসার অসহায় শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবিএম ইব্রাহিম খলিল ৷
মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) সকালে দেউলা ইউনিয়েনের ঐতিহ্যবাহী সিরাজ উদ্দিন হাজী জামে মসজিদ ও হেফজ মাদ্রাসার মাঠে এ কার্যক্রমের উদ্ভোধন করেন তিনি
এসময় মাওলানা মোতাহার হোসেন, রফিক কনটাক্টর, খোকন মৃধা, দেউলা ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন আহমেদ, শামীম খান ওসমান, হাসান আল মামুন, সাচড়া ইউনিয়নের মোঃ আল আমিন গুরিন্দা প্রমুখ উপস্থিত ছিলেন ৷
এবিএম ইব্রাহিম খলিল জানান, বিএনপি চেয়ারপর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তারেক রহমানের পক্ষে ও ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে নিজ উদ্যোগে দেউলা ও সাচড়া ইউনিয়নের মোট ৫০টি হেফজ মাদ্রাসা ও এয়াতিমখানা এবং শীতার্তদের মাঝে এক হাজার কম্বল বিতরণ করা হবে ৷ তিনি আরো জানান, ভিবিন্ন সময় তিনি গরীব ও অসহায়দের পাশে দাড়ান ৷ পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বিতরণ করা হবে ৷ এলাকাবাসী ও অসহায় মানুষদের কল্যাণে তার এই চেষ্টা সর্বদা অব্যাহত থাকবে ৷
উল্লেখ্য, এর আগে তার নিজ অর্থায়নে জুলাই-আগষ্টে বোরহানউদ্দিন উপজেলার নিহত সকল শহীদ পরিবারকে একটি করে ইটের তৈরি পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ৷ এবং প্রাথমিক পর্যায়ে শহীদ সুজন ও শহীদ সোহেলের পরিবারের ঘরের কাজ চলমান রয়েছে ৷
তিনি দেউলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোঃ ইউসুফ কন্টেক্টারের ছেলে ৷ বর্তমানে তিনি সহকারি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন ৷