কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির বাঙ্গড্ডা গ্রামে যৌথ বাহিনীর
অভিযানে মুরশিদা (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুরশিদাকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সেনাবাহিনী, থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১২ বোতল বিদেশি মদ ও নগদ ১ লাখ ১৮ হাজার ৩শ টাকাসহ তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন সৈকত এসব তথ্য নিশ্চিত করেছেন।এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আতিক নামে এক মাদক কারবারিকে ধরতে অভিযান পরিচালনা করা হয়। তবে যৌথবাহিনির উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি মদ ও নগদ টাকাসহ তার স্ত্রী মুরশিদা গ্রেফতার করা হয়েছে। আতিক ও মুরশিদার নামে পূর্বে একাধিক মামলা রয়েছে।