ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে ভোলায় শীতার্তদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক সহ কারবারীকে আটক গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট রাস্তা ওয়ার্ক ওয়ার্ডার না হওয়ায় কাজ হচ্ছেনা চরম জনদূর্ভোগ: ইসহাক চৌধুরী আলিম ছিলেন একজন কর্মীবান্ধব নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে শীত বস্ত্র প্রদান করেন রাজশাহীতে আধুনিক প্রযুক্তি চিকিৎসা সেবায় পপুলার আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে:আমিনুল হক ফেসবুক আইডি ফিরে পেলেন ক্রীড়া উপদেষ্টা মনোহরগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা

শিশু ইসরাক হত্যার বিচারের দাবিতে বোরহানউদ্দিন বাসীর মানববন্ধন

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৫১৯ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক (৪) হত্যার বিচারের দাবি ও তদন্তকারী কর্মকর্তা এসআ্ই অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

সোমবার (৩০ডিসেম্বর ২০২৪) সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন বোরহানউদ্দিন উপজেলার সর্বস্থরের জনগন। এতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকরার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৪)নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ইসরাক ওই এলাকার সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ঘাতক বশীর স্থানীয়দের কাছে হত্যার কথাস্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফরিদ-ইয়ানুরের দাম্পত্য জীবনের সতের বছরের মাথায় এসে তাঁরা ওই সন্তানের মুখ দেখে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তার ভাগ্নেকে খুঁজে পাওয়া যায়নি পরে আমরাসহ ওদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর তাদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে এবং স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইশরাকের মা ইয়ানুর বেগম মানববন্ধনে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনাকে আড়াল করতে তাঁকে থানায় ডেকে মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তদন্তকারী কর্মকর্তা বলেন, অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আখতার জানান, শিশু ইসরাক হত্যার ঘটনায় বোরহানউদ্দিন থানায় ইসরাকের মা ইয়ানুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি আয় বেড়েছে

শিশু ইসরাক হত্যার বিচারের দাবিতে বোরহানউদ্দিন বাসীর মানববন্ধন

আপডেট সময় ১১:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক (৪) হত্যার বিচারের দাবি ও তদন্তকারী কর্মকর্তা এসআ্ই অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়াল করার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী।

সোমবার (৩০ডিসেম্বর ২০২৪) সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন বোরহানউদ্দিন উপজেলার সর্বস্থরের জনগন। এতে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকরার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেন (৪)নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ইসরাক ওই এলাকার সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ইতিমধ্যে ঘাতক বশীর স্থানীয়দের কাছে হত্যার কথাস্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ফরিদ-ইয়ানুরের দাম্পত্য জীবনের সতের বছরের মাথায় এসে তাঁরা ওই সন্তানের মুখ দেখে।
নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তার ভাগ্নেকে খুঁজে পাওয়া যায়নি পরে আমরাসহ ওদের বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর তাদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে এবং স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইশরাকের মা ইয়ানুর বেগম মানববন্ধনে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিরুদ্ধে প্রকৃত ঘটনাকে আড়াল করতে তাঁকে থানায় ডেকে মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তদন্তকারী কর্মকর্তা বলেন, অফিসার ইনচার্জ এর উপস্থিতিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আখতার জানান, শিশু ইসরাক হত্যার ঘটনায় বোরহানউদ্দিন থানায় ইসরাকের মা ইয়ানুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহের অসীম দাশের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।