পটুয়াখালীতে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে “তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গিকার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) ডিসি স্কয়ারে তথ্য মেলা-২০২৪ শুরু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় ডিসি স্কয়ারে জেলা প্রশাসনের সহযোগীতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালীর আয়োজিত তথ্য মেলার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এর সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ।
এ তথ্য মেলা ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার ইফফাত আরা উর্মি এর সভাপতিত্বে সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জানা গেছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা তথ্য অফিস পটুয়াখালীর উপ-পরিচালক অনিমেষ কান্তি ও জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান।
উক্ত তথ্য মেলায় আরো উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটি ( সনাক) পটুয়াখালীর সভাপতি পীযুষ কান্তি হরি।