ঢাকা ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী ডিসি স্কয়ারে দু’দিনের তথ্য মেলা’র উদ্বোধন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা অভিযোগে উঠেছে সেনা অফিসারদের নাম ভাঙ্গিয়ে হোটেল শ্রমিকদের অর্থ আত্মসাৎ। বাল্যবিবাহ রোধে কিশোরীদের সচেতনতা বাড়ছে কাজে আসছে না ১৭৫ কোটি টাকার নৌ টার্মিনাল জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানুর বাড়ীর প্ল্যান পাস নিয়ে চাঁদাবাজি কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক ‘নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিস্থল রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় দ্রুত তাঁর জন্মভূমি রংপুরে ফিরিয়ে আনা হোক

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা

টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মামলায় দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার বাদী হয়ে এ মামলা করেন।

গত সোমবার পালটাপালটি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত ছাত্রদল নেতা নাঈম সিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি করেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সোমবারের মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

জনা গেছে, গত ৭ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দলীয় এক বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও সমালোচনা করে বক্তব্য দেন। এ ঘটনায় সেদিন রাতে বিএনপির নেতাকর্মীরাও প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে নানা স্লোগান ও সমালোচনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এরই প্রতিবাদে সোমবার সকালে পৌর শহরের তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। অপরদিকে বিএনপিও সমাবেশের ডাক দেয়। দুই দলের নেতাকর্মীরা একই সময়ে মিছিল নিয়ে এলে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

দুই দলের সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা টহল জোরদার করা হয়।

এদিকে মামলা হামলা ও পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে দুটি দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী ডিসি স্কয়ারে দু’দিনের তথ্য মেলা’র উদ্বোধন

সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় ০৮:৫২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।

মামলায় দলটির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার বাদী হয়ে এ মামলা করেন।

গত সোমবার পালটাপালটি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত ছাত্রদল নেতা নাঈম সিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি করেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সোমবারের মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

জনা গেছে, গত ৭ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দলীয় এক বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও সমালোচনা করে বক্তব্য দেন। এ ঘটনায় সেদিন রাতে বিএনপির নেতাকর্মীরাও প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে নানা স্লোগান ও সমালোচনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এরই প্রতিবাদে সোমবার সকালে পৌর শহরের তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। অপরদিকে বিএনপিও সমাবেশের ডাক দেয়। দুই দলের নেতাকর্মীরা একই সময়ে মিছিল নিয়ে এলে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।

দুই দলের সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা টহল জোরদার করা হয়।

এদিকে মামলা হামলা ও পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে দুটি দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।