টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার বাদী হয়ে এ মামলা করেন।
গত সোমবার পালটাপালটি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার গুরুতর আহত হন।
এ ঘটনায় মঙ্গলবার রাতে আহত ছাত্রদল নেতা নাঈম সিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি করেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সোমবারের মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।
জনা গেছে, গত ৭ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দলীয় এক বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষোদগার ও সমালোচনা করে বক্তব্য দেন। এ ঘটনায় সেদিন রাতে বিএনপির নেতাকর্মীরাও প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে নানা স্লোগান ও সমালোচনা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এরই প্রতিবাদে সোমবার সকালে পৌর শহরের তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন। অপরদিকে বিএনপিও সমাবেশের ডাক দেয়। দুই দলের নেতাকর্মীরা একই সময়ে মিছিল নিয়ে এলে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য নাঈম শিকদার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।
দুই দলের সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেদিন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনা টহল জোরদার করা হয়।
এদিকে মামলা হামলা ও পরস্পরবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে দুটি দলের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।