কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য ও একটি ট্রাক আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি টহলদল ১৯ হাজার ৪৫০ পিস কসমেটিক্স সামগ্রী, ২০ হাজার ৬৭২ পিস চকলেট এবং একটি ট্রাক আটক করেছে। আটককৃত পণ্যগুলোর মূল্য প্রায় ৪০ লক্ষ ৯ হাজার ৯ শত টাকা।
এটি বিজিবির চোরাচালান ও মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আরো একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।