সাম্প্রতিক সময়ে দারুণ সময় পার করছিলেন করিম বেনজেমা। ফলস্বরূপ পেয়েছিলেন ফ্র্যান্স বিশ্বকাপ দলে জায়গা। তবে দুর্ভাগ্যজনক বিশ্বকাপে না খেলেই পড়তে হলো দল থেকে বাদ। গেল শনিবার অনুশীলনে নেমেছিলেন করিম বেনজেমা। এ সময় বাঁ পায়ের উরুতে পুরনো চোটে আবারো আঘাত পান তিনি। পরে এমআরআইয়ের মাধ্যমে জানা যায়, সেরে উঠতে তিন সপ্তাহ সময় লাগবে তারকা এই স্ট্রাইকারের।
ইনজুরির কবলে পড়ে দল থেকে ছিটকে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন বেনজেমা। সেখানে তিনি জানান বাদ পড়লেও মনোবল শক্ত রয়েছে তার। টুইটারে সেই বার্তায় তিনি লিখেছেন, ‘জীবনে আমি কখনোই হাল ছাড়িনি, কিন্তু আমাকে দল নিয়ে ভাবতে হবে। ইনজুরির কারণে আমাকে আমার জায়গা এমন কাউকে ছেড়ে দিতে হবে, যে আমাদের দলকে একটি ভালো বিশ্বকাপ দলে পরিণত করতে সাহায্য করবে।’
এর আগে ফ্রান্সের পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বের ইনজুরির কারণে তাদের ছাড়াই দল ঘোষণা করেছিল গেলবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দল। দল ঘোষণার পর আবারো চোটে পড়ে ছিটকে যান স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু। সবশেষ করিম বেনজেমার এই ইনজুরি রীতিমত শঙ্কায় ফেলে দিয়েছে হেড কোচ দিদিয়ের দেশমসকে।