গোলের খেলা ফুটবলে প্রতিপক্ষের জাল ভেদ করার ওপর নির্ধারণ হয় জয়-পরাজয়। সেই সমীকরণে যে এগিয়ে থাকে শেষ হাসি থাকে সেই দলের মুখে।
কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের হারিয়ে জয় তুলে নিয়েছে ইকুয়েডর। দলের হয়ে প্রতিপক্ষের জাল একাই দুইবার ভেদ করেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। কিন্তু ইকুয়েডরের জাল ভেদ করা দূরের কথা, লক্ষ্যে একটি শটও মারতে পারেননি কাতারের খেলোয়াড়রা।
তবে মাঠে বল দখলের লড়াইয়ে কম যায়নি কাতার। পুরো ম্যাচে ৪৮ শতাংশের বেশি বল দখলে ছিল তাদের।
এদিকে বিশ্বকাপ আয়োজন করে স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে কাতার। কিন্তু স্বাগতিক দেশের ইতিহাস ধরে রাখতে ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক হিসেবে প্রথম ম্যাচ হেরেছে কাতার।